লাইফ সাপোর্টে মেহেদী হাসান

স্টাফ রিপোর্টার: অবনতি হয়েছে উপমহাদেশের স্বনামধন্য গজল শিল্পী মেহেদী হাসানের শারীরিক অবস্থার। বর্তমানে পাকিস্তানের করাচির একটি প্রাইভেট ক্লিনিকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। চিকিৎসকরা জানিয়েছেন, মেহেদী হাসান মারাত্মক বুক এবং ইউরিন ইনফেকশনসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। গত মঙ্গলবার হঠাৎ করে শ্বাসকষ্টজনিত সমস্যা তীব্র আকার ধারণ করলে তাকে করাচির আগা খান হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত সেখানে চিকিৎসা দেয়ার ফলে তখন তার শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়। কিন্তু বৃহস্পতিবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বেশ সংকটাপন্ন অবস্থায় রয়েছেন কিংবদন্তি এ গজল শিল্পী। তবে খুব দ্রুত তার সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদও ব্যক্ত করেছেন তারা। এদিকে পিতার সুস্থতা চেয়ে তার ভক্ত-শুভানুধ্যায়ীদের কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন মেহেদি হাসানের ছেলে আরিফ হাসান। তিনি বলেন, বাবা এখন লাইফ সাপোর্টে রয়েছেন। সৃষ্টিকর্তার কাছে এখন আর দোয়া চাওয়া ছাড়া কোন উপায় নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।

No comments

Powered by Blogger.