লেনদেনযোগ্য শেয়ারের সংজ্ঞা নির্ধারণে বৈঠক আজ

অর্থনৈতিক রিপোর্টার: দেশের স্টক এক্সচেঞ্জে সূচক গণনার ক্ষেত্রে ফ্রি ফ্লোটের (লেনদেনযোগ্য শেয়ার) সংজ্ঞা নির্ধারণে আজ রোববার বৈঠক করবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কর্তৃক গঠিত কমিটি। গত ১১ই জানুয়ারি এ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ১০ই জানুয়ারি এসইসি’র উপ-পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসিম বিল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে আজ এ বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। জানা যায়, গত ২৬শে ডিসেম্বর ফ্রি ফ্লোটের (লেনদেনযোগ্য শেয়ার) ভিত্তিতে স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক গণনার সিদ্ধান্ত নেয় এসইসি। একই সঙ্গে ফ্রি ফ্লোটের সংজ্ঞা নির্ধারণের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হলেন, এসইসি’র সদস্য আরিফ খান। এছাড়া কমিটিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) প্রতিনিধি রয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়। প্রসঙ্গত, গত ২০শে ডিসেম্বর এসইসিতে ডিএসই’র মূল্যসূচক পুনর্বিন্যাস নিয়ে গঠিত কমিটির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কমিটির সদস্যরা ভুল সূচকের পরিবর্তে নতুনভাবে মূল্যসূচক চালুর পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। এর আগে ১২ অক্টোবর এসইসি এই কমিটি গঠন করে।

No comments

Powered by Blogger.