ঢাকায় শিক্ষকতা করতে আসছেন মিঠুন চক্রবর্তী

স্টাফ রিপোর্টার: ভারতীয় চলচ্চিত্রের বাঙালি সুপারস্টার মিঠুন চক্রবর্তী দুই মাসের জন্য ঢাকায় আসছেন। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের প্রধান অতিথি শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য আসন্ন ফেব্রুয়ারি মাসের যে কোন দিন তিনি ঢাকায় আসবেন এমনটি প্রায় চূড়ান্ত। গুলশানে অবস্থিত দেশের একজন বিশিষ্ট শিল্পপতির মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের ‘ফিল্ম এন্ড মিডিয়া’ বিভাগের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেয়ার জন্য মিঠুন চক্রবর্তী সম্মতি প্রদান করেছেন বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ভারতের এই বাঙালি সুপারস্টার সমপ্রতি ভারতীয় বিভিন্ন চ্যানেলের রিয়েলিটি শো-এর প্রধান বিচারক এবং উপস্থাপকের দায়িত্ব পালন করে নিজেকে ব্যাপকভাবে আলোচনায় রেখেছেন। বর্তমানে তিনি জিবাংলার জমজমাট গেম শো ‘দাদাগিরি’র উপস্থাপকের দায়িত্ব পালন করে চমক সৃষ্টি করছেন। মিঠুন চক্রবর্তী ইতিমধ্যে বেশ কয়েকবার বাংলাদেশে এসেছেন ছবির শুটিং করতে। কিন্তু এবার আসবেন সিনেমাকর্মী তৈরির গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে। মিঠুন চক্রবর্তীর ঢাকায় আসার তারিখ চূড়ান্ত হওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ব্যাপক আকারে প্রচারণা চালাবে বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.