আবার ভারতীয় টিভির সঙ্গীত প্রতিযোগিতার বিচারক রুনা by জনি হক

রেকবার ভারতীয় টেলিভিশন চ্যানেলের সঙ্গীত প্রতিযোগিতার অনুষ্ঠানের বিচারক হচ্ছেন রুনা লায়লা। ভারতের সাহারা ওয়ান টিভি চ্যানেল তৈরি করছে 'সুরক্ষেত্র' নামের এই অনুষ্ঠান। এতে ভারত ও পাকিস্তানের দুটি দল শ্রেষ্ঠত্বের জন্য লড়বে। দুই দেশেই থাকছে ছয়জনের করে মোট ১২ জন। তাদের সবারই ভাগ্য নির্ধারণ হবে বিচারকদের নম্বরের ওপর। এখানে রুনার পাশাপাশি বিচারক হিসেবে থাকছেন পাকিস্তানের গজলশিল্পী গুলাম আলি, আবিদা পারভীন,


ভারতের কণ্ঠশিল্পী সুরেশ ওয়াকার, সঙ্গীত পরিচালক ইসমাইল দরবার ও যতীন পণ্ডিত। আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্র ও শনিবার দুবাইয়ে ২৪ পর্বের অনুষ্ঠানটির ধারণ কাজ হবে। সব বিচারকই দুবাই পেঁৗছবেন প্রতি বৃহস্পতিবার। সংবাদ সম্মেলন, প্রচারের জন্য ছবি তোলা ও অন্যান্য জনসংযোগ কাজের জন্য দুবাইয়ে আরও পাঁচ দিন থাকতে হবে বিচারকদের। এসব তথ্য জানিয়ে গতকাল সন্ধ্যায় রুনা লায়লা সমকালকে বলেন, 'সাইবাবা টেলিফিল্মসের প্রকল্প প্রধান সন্তোষ শিণ্ডি এ প্রতিযোগিতার পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। গানের সঙ্গে থাকতে পারলে আমার বরাবরই ভালো লাগে। তাই আবার গানের প্রতিযোগিতার বিচারক হচ্ছি। এর আগে জিটিভি, জি বাংলা ও রূপসী বাংলার সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে কাজ করেছি ভারতে।'
এদিকে হায়দরাবাদে একক সঙ্গীতানুষ্ঠানে গাইতে আজ সকালে আট জনের যন্ত্রীদল নিয়ে ভারত যাচ্ছেন রুনা লায়লা। টাইমস অব ইন্ডিয়া উৎসবে কাল কনসার্টটি অনুষ্ঠিত হবে। তিনি ঢাকায় ফিরবেন ৫ ডিসেম্বর সকালে।

No comments

Powered by Blogger.