আগামী বছর চলচ্চিত্র পরিচালনা করব

বার বৃষ্টি এলেই গান গাইব' টেলিছবিটি নিয়ে বলুন।এক প্রতিভাময়ী অভিনেত্রীকে ঘিরে এর গল্প। যে মানুষগুলো তাকে সাফল্য পেতে সহযোগিতা করেছে তাদের সে বেপরোয়া চলাফেরা আর সঙ্গদোষে তাচ্ছিল্য করতে শুরু করে। এভাবেই একসময় কোনো এক ভুলের কারণে শীর্ষ তারকার জায়গা থেকে ছিটকে যায়। তখন সে একাকী, কর্মহীন আর নিঃসঙ্গ হয়ে পড়ে। নিজেকে সে আড়াল করে রাখে বহুদিন। এরপর ফিরে আসার জন্য চেষ্টা করে কিন্তু ততদিনে


তার জায়গা অন্য একজন দখল করে নিয়েছে। এবং সেও তার মতোই ভুল করছে। পুরনো অভিনেত্রী তাকে শোধরানোর চেষ্টা করে।
ষ এ নাম দেওয়ার পেছনে কি কোনো কারণ ছিল?
এ টেলিছবি লেখার ভাবনা এসেছে আমাদের চারপাশের নানা ঘটনা দেখে। এ দেশের বিনোদন অঙ্গনের অনেক অভিনেত্রীই কিন্তু হঠাৎ ছিটকে গেছেন। আমি এক যুগেরও বেশি সময় অভিনয় করেছি। আমার দেখা থেকেই এটি লিখেছি। 'এবার বৃষ্টি এলেই গান গাইব' নামটি রূপক অর্থে ব্যবহার করেছি। সেই মেয়েটি ভাবে আবার যদি সুসময় আসে তখন আগের ভুলগুলো সে আর করবে না।
ষ আপনার লেখা ও পরিচালিত প্রথম ধারাবাহিক নাটকের কী খবর?
'ঘুড়ি ওড়ে' নামের ধারাবাহিক নাটকটির প্রচার শুরু হবে শিগগিরই। এতে আমাদের দেশের সব নামকরা শিল্পী অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি নিয়ে আমি অনেক সাড়া পাব। কারণ এরই মধ্যে যারাই প্যানেলে নাটকটি দেখেছেন তারা সবাই এর ব্যাপক প্রশংসা করেছেন।
ষ চলচ্চিত্র পরিচালনা করবেন কবে?
আগামী বছরই চলচ্চিত্র পরিচালনার ঘোষণা দেব। সে প্রস্তুতি এখন থেকেই নিতে শুরু করেছি।

No comments

Powered by Blogger.