মেসিই হবেন বর্ষসেরা

ময় যতই গড়াচ্ছে, এগিয়ে আসছে ফিফা ব্যালন ডি অর পুরস্কার ঘোষণার সময়, ততই জমে উঠছে জল্পনা-কল্পনা_কে হবেন এবারের বিশ্বসেরা? আলোচনায় সবচেয়ে উজ্জ্বল দুটি নাম লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রোনালদোরই স্বদেশি কিংবদন্তি ইউসেবিও কিন্তু এগিয়ে রাখছেন মেসিকেই! আর আর্জেন্টিনার কোচ আলেসান্দ্র সাবেলা তো বরাবরের মতোই মেসিতে মুগ্ধ, তাঁর দলের অধিনায়ক যে মুহূর্তেই বদলে দিতে পারেন একটা


ম্যাচের গতিপথ, সেটা মনে করিয়ে দিয়েছেন আরেকবার।পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় সবার ওপরেই থাকবে ইউসেবিওর নাম। রোনালদো তাঁরই উত্তরসূরি। কিন্তু রিয়াল মাদ্রিদ তারকার চেয়ে ইউসেবিও নির্দ্বিধায় এগিয়ে রাখছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকাকে, 'গতবার কে জিতেছিল পুরস্কারটা? মেসি! আমার কাছে এবারও মেসিই সেরা। এ মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড়ের নাম মেসি।'
রোনালদো কি তাহলে দ্বিতীয় সেরা? ইউসেবিওর চোখে কিন্তু, 'দ্বিতীয় বা তৃতীয় সেরা বলে কিছু নেই। রোনালদো নিজেও অতীতে জিতেছে পুরস্কারটা। কিন্তু এ মুহূর্তে ফিফা আর যারা ভোট দেয় তারা মেসিকেই বেছে নিয়েছে। রোনালদোও মেনে নিয়েছে ব্যাপারটা। 'আমিও এ ব্যাপারে একমত।'
রোনালদোর স্বদেশি ইউসেবিওই যখন মেসিকে সেরা মানছেন, সাবেলা তো মানবেনই। কোপা আমেরিকা বিপর্যয়ের পর কোচের দায়িত্ব পেয়েই তিনি প্রথম যে কাজটা করেছিলেন, তা হলো মেসির হাতে অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেওয়া। তাতে ফলও পেয়েছেন। আগের দুই বছরে আর্জেন্টিনার জার্সি গায়ে কোনো গোল করতে না পারলেও সাবেলার অধীনে খেলা চার ম্যাচে দুটি গোল করেছেন মেসি। ফঙ্স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে আর্জেন্টিনার কোচ যথারীতি মেসির প্রশংসায় পঞ্চমুখ, 'এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বিস্ফোরক ফুটবলার মেসি।' তাঁর যুক্তি, চোখের পলকে একটা ম্যাচের চেহারা বদলে দিতে পারেন মেসি, এ মুহূর্তে বিশ্বের আর কোনো ফুটবলারেরই এ ক্ষমতা নেই।
'আমাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকে সে। আমাদের মাঠে এমন পরিস্থিতি তৈরি করতে হবে, যাতে সে ওই পার্থক্যটা গড়ে দিতে পারে। ও দলে থাকলেই আপনি আশা করতে পারেন পায়ে বল গেলেই বিশেষ কিছু একটা করে ফেলব ও।'
মেসিকে কেন্দ্র করেই পরিকল্পনা রচনা করছেন দাবি করলেও দলের অন্য তারকাদের অবদানের কথা একেবারে ভুলে যাচ্ছেন না আর্জেন্টিনার কোচ। এ ক্ষেত্রে আরো দুটি নাম বিশেষ করে বলেছেন তিনি, ম্যানচেস্টার সিটির তারকা সার্জিও অ্যাগুয়েরো আর অভিজ্ঞ প্লে-মেকার হুয়ান রোমান রিকুয়েলমে। বিশেষ করে অ্যাগুয়েরোর কথা বলেছেন একটু বাড়তি গুরুত্ব দিয়ে, 'অ্যাগুয়েরোর অনেক গুণ, আর ইদানীং সে খেলছেও খুব ভালো। ফরোয়ার্ড লাইন নিয়ে আসলে আমাদের কোনো দুশ্চিন্তাই নেই। মেসি-অ্যাগুয়েরো আর হিগুয়াইন তিনজনই দারুণ ফর্মে আছে।'
রিকুয়েলমের সাম্প্রতিক ফর্ম এই তিনজনের মতো নয়, তবে তিনিও যে আছেন পরিকল্পনায় সেটা নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ, 'ওরও সম্ভাবনা আছে। ও থাকলে প্লে-মেকারের ভূমিকায় একটা বিকল্প থাকে হাতে।' গোলডটকম

No comments

Powered by Blogger.