ত থ্য বি চি ত্র-বুটজুতা প্রথম পরেন রানী ভিক্টোরিয়া!

আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মানুষ শীতের প্রকোপ থেকে একটু উষ্ণতা পাওয়ার আশায় পশুর কাঁচা চামড়া দিয়ে প্রথম জুতা বানিয়ে তা ব্যবহার শুরু করে।ষ খ্রিস্টীয় এগারো থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যেই ইউরোপীয়ানদের পায়ে শোভা পেতে থাকে নানা ধরনের সুন্দর সুন্দর জুতা।ষ মধ্যপ্রাচ্যে বহুকাল আগে থেকেই উঁচু জুতা পরার প্রচলন ছিল। তারা তপ্ত বালুর ভেতর দিয়ে চলাফেরার জন্য হাইহিল ব্যবহার করত বলে ধারণা করা হয়।
গবেষকদের তথ্যমতে, ঊনবিংশ শতকের আগ পর্যন্ত পৃথিবীর বেশিরভাগ দেশে একই ধরনের জুতা ব্যবহৃত হতো। তবে ডান ও বাম পায়ের মাপ অনুযায়ী প্রথম জুতা প্রস্তুত তৈরি শুরু হয় মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফিলাডেলফিয়ায়।
ষ মজার ব্যাপার হলো, আজ থেকে চার হাজার বছর আগে জুতা আবিষ্কার হলেও খ্রিস্টীয় অষ্টাদশ শতকের আগ পর্যন্ত ইউরোপীয় কোনো দেশে নারী-পুরুষের জন্য আলাদা কোনো জুতা ছিল না। একই ধরনের জুতা সবাইকে ব্যবহার করতে হতো।
ষ স্ন্যাকার্স বা কেডস প্রথম উদ্ভাবিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। ১৯১৬ খ্রিস্টাব্দে দেশটিতে প্রথম এটি তৈরি করা হয়।
ষ নারীদের জন্য প্রথম বুটজুতা তৈরি করা হয় ১৮৪০ খ্রিস্টাব্দে এবং তা বানানো হয়েছিল রানী ভিক্টোরিয়ার জন্য।
সোহাগ আহমেদ

No comments

Powered by Blogger.