ফাস্ট বোলিংটা ঠিক ভারতীয়দের ধাতে নেই

ভারতের পেস আক্রমণের প্রাণভোমরা বলা যায় তাঁকে। ২০১১ বিশ্বকাপ জয়ে বড় একটা ভূমিকা ছিল তাঁর, ২১ উইকেট নিয়ে শহীদ আফ্রিদির সঙ্গে যুগ্মভাবে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন জহির খান। ইংল্যান্ড সফরে তাঁর চোট অনেক বেশি ভুগিয়েছে গোটা দলকে, যার প্রভাবটা দেখা গেছে সিরিজজুড়ে। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমীতে পুনর্বাসন প্রক্রিয়ার ফাঁকে শুক্রবার টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন তাঁর ফিরে আসাসহ পেস বোলিং নিয়ে নানা চিন্তাভাবনার কথা।


'আসলে আমাদের এখানে ফাস্ট বোলার হওয়াটা ঠিক ধাতে নেই। এমনটা তো বলাই হয় যে ভারতীয়দের শরীরের গঠন ঠিক ফাস্ট বোলিংয়ের উপযোগী নয়।' এভাবেই স্পিনার আর ব্যাটসম্যানদের দেশে ফাস্ট বোলারের অভাবটাতে মেনে নিচ্ছেন জহির। সঙ্গে অবশ্য এ-ও জানিয়েছেন, 'আসলে এখানে বোলিং করাটা ভারতের বাইরের চেয়ে খুব একটা কঠিন কিছু নয়। কিন্তু এখানে নিজেকে বুঝতে অনেক সময় লেগে যায়। ধীরে ধীরে বুঝতে হবে যে কোন কৌশলটা এখানে কাজ করবে। এতে অনেক কঠোর পরিশ্রমের দরকার।' উঠতি ফাস্ট বোলারদের নিয়ে অবশ্য বেশ আশাবাদী এই বাঁ-হাতি, 'অনেক তরুণ প্রতিভাবান বোলাররা উঠে আসছে। ঈশান্তের কথাই ধরুন, সে তো খুব অল্প বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটে এসেছিল, এখন তো সে দায়িত্ব নিয়ে খেলছে।' একসময় অবশ্য অপ্রিয় প্রশ্নটার মুখোমুখি হতেই হলো তাকে। ভারতীয় দলে পেসারদের শুরুতে বলের গতি থাকে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশপাশে, কিন্তু কদিন পরেই তাদের গতি কমে হয়ে যায় ১৩০। কেন? এমন প্রশ্নের জবাবে জহির অবশ্য সাবধানী, 'যতক্ষণ পর্যন্ত সাফল্য পাওয়া যাচ্ছে, ততক্ষণ সব কিছুই ঠিক আছে। আমিও গতি কমিয়ে দিয়েছি। আসল কথা হলো আন্তর্জাতিক পর্যায়ের জন্য সবচেয়ে কার্যকর কৌশলটা বেছে নেওয়া। এ জন্য অনেক বেশি অনুশীলন করতে হবে, কারণ এখানে ভুলের কোনো ক্ষমা নেই।' সবশেষে ইনজুরির জন্য এ মুহূর্তে ভারতীয় দলের বাইরে থাকা জহির নিজের পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে আশার কথাই শুনিয়েছেন, 'বেশ ভালো হচ্ছে, গোড়ালিতে অস্ত্রোপচার করালাম। সেরে ওঠাটা খুব ধীরে ধীরে হচ্ছে। তার পরও আমি চাপ নিচ্ছি না। আজ দুই স্টেপে বল করলাম। ভালোই তো লাগছে।' টিএনএন

No comments

Powered by Blogger.