অস্ট্রেলিয়া সফর ধোনির আসল পরীক্ষা

দিন আগের ইংল্যান্ড সফরটা কেটেছে দুঃস্বপ্নের মতো। মহেন্দ্র সিং ধোনি নিজেই মানছেন, অধিনায়ক হিসেবে এমন কঠিন সময়ের মুখোমুখি আর কখনো হননি তিনি। তবে সৌরভ গাঙ্গুলী মনে করেন, ভারত অধিনায়ক হিসেবে ধোনির আসল পরীক্ষাটা এখনো বাকি! সেটা হবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে, আর সেই সফরের প্রস্তুতির জন্য বেচারা ধোনিকে আগেভাগে একটু বিশ্রাম দেওয়া উচিত বলে মনে করেন সাবেক ভারত অধিনায়ক।গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড সফরে চারটি টেস্ট, পাঁচটি ওয়ানডে আর দুটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল ভারত।

ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়া সফরের সূচিও অনেকটা সে রকমই, চার টেস্ট, দুটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচের সঙ্গে অস্ট্রেলিয়ায় থাকছে শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্ট। ইংল্যান্ডের ওই সফরে অ্যান্ড্রু স্ট্রাউসের দলের কাছে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা হারিয়েছে ভারত। তারপর টোয়েন্টি-টোয়েন্টি আর বৃষ্টিস্নাত ওয়ানডে সিরিজেও বিশ্বচ্যাম্পিয়নরা জিততে পারেনি একটাও ম্যাচ। সেই ইংল্যান্ড ফিরতি সিরিজ খেলতে এখন ভারতে, কিন্তু সৌরভ মনে করেন শুক্রবার থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজটা তেমন কঠিন হবে না। 'ভারতের মাঠে ইংল্যান্ড তেমন কোনো চ্যালেঞ্জ হবে না। অতীতে যখন ভারত পুরো শক্তির দল নিয়ে ইংল্যান্ডের মুখোমুখি হতো, তার চেয়ে একটু কঠিন হবে হয়তো।' কলকাতায় সাংবাদিকদের বলেছেন সৌরভ। তাঁর চোখে ধোনির আসল পরীক্ষাটা হবে অস্ট্রেলিয়াতেই, 'আমার মনে হয় ক্রিকেটবিশ্বের একজন নেতা হিসেবে ধোনিকে চেনা যাবে অস্ট্রেলিয়ায়। ভারত যদি ওখানে ভালো করে, ধোনি হবে দুর্দান্ত। আমাদের অপেক্ষা করতে হবে কী ঘটে তা দেখার জন্য।'
আর সেই পরীক্ষায় বসার আগে প্রস্তুতির জন্য একটু বিশ্রাম ধোনির পাওনা বলে মনে করেন তিনি, 'আমার মনে হয়, এখন সময় এসেছে ধোনিকে একটু বিশ্রাম দেওয়ার। অনেক দিন ধরে খেলছে সে, সব ফরম্যাটেই। তাই একটু বিশ্রাম তার পাওনা। কারণ, অস্ট্রেলিয়া সফরে ভারতের অধিনায়ককে সতেজ থাকতে হবে, নইলে ইংল্যান্ড সফরের পুনরাবৃত্তি ঘটতে পারে।'
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই বিশ্রাম চেয়েছিলেন ধোনি, কিন্তু নির্বাচকরা সেটা অনুমোদন করেননি। সৌরভের তাই পরামর্শ, অন্তত এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে যেন বিশ্রাম দেওয়া হয় ধোনিকে। ওয়েবসাইট

No comments

Powered by Blogger.