মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ

জুরি কমিশন বাস্তবায়নের দাবিতে নাটোরের লালপুুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকরা গত শনিবার কারখানা গেটে অবস্থান ধর্মঘট, মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে সমাবেশ থেকে তাঁরা আগামী মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ এবং বৃহস্পতিবার গেট মিটিংয়ের কর্মসূচি ঘোষণা করেন।নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে দফায় দফায় মিছিল ও অবস্থান ধর্মঘট শুরু করেন।


এ সময় সমাবেশে বক্তব্য দেন সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার কামাল, সহসভাপতি নজরুল ইসলাম, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক স্বপন পাল, শহিদুল ইসলাম, আনছার আলী, আবু তাহের প্রমুখ। বক্তারা বলেন, ২০০৯ সালে পে-কমিশন বাস্তবায়ন হলেও আজ পর্যন্ত মজুরি কমিশন বাস্তবায়ন হয়নি। ফলে শ্রমিকরা চারটি ঈদ বোনাস থেকে বঞ্চিত হয়েছে। আগামী ঈদের আগেই তাঁরা মজুরি কমিশন বাস্তবায়নের দাবি জানান। তাঁরা পে-কমিশনভুক্তদের সঙ্গে শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্টের বৈষম্য দূর করার দাবিও জানান। কারখানা শ্রমিকরা জানান, একই বেতনের একজন পে-কমিশনভুক্ত কর্মচারীর বার্ষিক ইনক্রিমেন্ট ১৯০ টাকা আর একজন শ্রমিকের ইনক্রিমেন্ট মাত্র ৮০ টাকা। এতে অস্বাভাবিক বেতন বৈষম্যের শিকার হতে হয় শ্রমিকদের। নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জানান, শ্রমিকদের দাবির কথা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহারের জন্য শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম জানান, মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

No comments

Powered by Blogger.