দেহরক্ষীসহ রাজাপক্ষের উপদেষ্টা নিহত

রীলঙ্কার রাজধানী কলম্বোর পৌর নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের উপদেষ্টা ভারত লক্ষ্মণ প্রেমাচন্দ্র ও তাঁর একজন দেহরক্ষী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। গতকাল শনিবার পুলিশ এ কথা জানায়।
সরকারি সূত্রগুলো জানায়, সরকারি দলের আইনপ্রণেতা দুমিন্দা সিলভার নেতৃত্বে একটি দল প্রেমাচন্দ্র ও তাঁর দেহরক্ষীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দ্রুত হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত বলে ঘোষণা করা হয়। ওই বন্দুকযুদ্ধে দুমিন্দা সিলভাও গুরুতর আহত হয়েছেন।
প্রেমচন্দ্র ছিলেন সাবেক ক্ষমতাসীন দলের একজন আইনপ্রণেতা ও বর্তমান প্রেসিডেন্টের একজন উপদেষ্টা।
কলম্বোর পৌর নির্বাচন প্রেসিডেন্ট রাজাপক্ষের জন্য একটি মধ্যবর্তী পরীক্ষা বলে বিবেচিত হচ্ছে। মর্যাদাপূর্ণ এই নির্বাচনে রাজাপক্ষের নেতৃত্বাধীন দ্য ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের প্রার্থী ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ২২ জন প্রার্থী।
তামিল বিদ্রোহীদের বিরুদ্ধে প্রায় ৩০ বছরব্যাপী যুদ্ধে জয়ের কৃতিত্ব দাবি করে শ্রীলঙ্কার সরকারি বাহিনী। এই জয়ে জনসমর্থনকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট রাজাপক্ষে গত বছর দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
২০১৬ সালে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে এই পৌর নির্বাচনকে বেশ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক দলগুলো।

No comments

Powered by Blogger.