এনটিসির সারতে অভিযানে বাধা হয়ে দাঁড়াল বালুঝড়

লিবিয়ার সারতে শহরে ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিলের (এনটিসি) অনুগত বাহিনীর অভিযানে গতকাল শনিবার বাধা হয়ে দাঁড়িয়েছে বালুঝড়।
সারতে শহরে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে চূড়ান্ত অভিযানের ঘোষণা দিয়ে লড়াই শুরু করে এনটিসির যোদ্ধারা। শুক্রবার রাতে ওয়াগাদোগোউ কনফারেন্স সেন্টারের কাছে গাদ্দাফি বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে পড়ে তারা। বিশেষ করে, শহরের কেন্দ্রস্থলে একটি বিশ্ববিদ্যালয়ের চারপাশ ও এর অভ্যন্তরে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে।
এনটিসির কমান্ডার নাসের আবু জিয়ান বলেন, ‘আমরা সারতে শহরের কেন্দ্রে গাদ্দাফি অনুগত সেনাদের কয়েক বর্গকিলোমিটার এলাকার মধ্যে ঘিরে ফেলি।’
বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক জানান, বালুঝড়ের মুখে পড়ে এনটিসি বাহিনী সারতে অভিযানের গতি কমিয়ে দেয়। ঝড়ের কারণে কয়েক শ গজ দূরের বস্তু ঠিকমতো দেখা যাচ্ছিল না। এই সুযোগে শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে সেখানকার বাসিন্দারা।

No comments

Powered by Blogger.