ব্র্যাড পিটের ডিএনএ টেস্ট করতে চান জোলি

কয়েক মাস আগেই হলিউডের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের সংসারে বিচ্ছেদের অনল লেগেছে। মাঝে সেই অনল কিছুটা স্থিমিত হয়ে এলেও ফের জ্বলে উঠেছে। পিটের পরনারী আসক্তির কারণেই নাকি সংসারে এ অশান্তি। সম্প্রতি ব্র্যাড পিটকে ডিএনএ টেস্ট করাতে বলেছেন জোলি। তিনি নিশ্চিত হতে চান, অভিনেত্রী-গায়িকা মেলিসা এথারিজের দুই সন্তান পিটের নয়। দিন কয়েক আগে একটি টকশোতে মেলিসা বলেন, পিটকে শুক্রাণু দানের জন্য অনুরোধ করবেন বলে ভেবেছিলেন তিনি। তবে পরবর্তীকালে আমেরিকান গায়ক ডেভিড ক্রসবির শুক্রাণু নিয়ে দুই সন্তানের জননী হন মেলিসা। জুলি সাইফার ছিলেন এ গায়িকা-অভিনেত্রীর সমকামী পার্টনার।
এজন্যই মা হতে শুক্রাণু নিতে হয়েছে তাকে। জোলির সন্দেহ হচ্ছে মেলিসার এমন বক্তব্য নিয়ে। তার ধারণা মেলিসার প্রকৃত সন্তানের বাবা ব্র্যাড পিট। তাই সন্দেহ দূর করতে পিটকে ডিএনএ টেস্ট করতে বলে দিয়েছেন ৪০ বছর বয়সী এ অভিনেত্রী। পিট যদি স্ত্রীর কথা মতো ডিএনএ টেস্ট না করেন- এ দুই সন্তানের প্রকৃত পরিচয় জানার মেলিসার কাছে যাবেন বলেও সতর্কবার্তা দিয়েছেন জোলি। এদিকে জোলির সন্দেহের কারণে নাকি মাথাব্যথা রোগে আক্রান্ত হয়েছেন পিট। ঘনিষ্ঠজনদের সেটাই বলে বেড়াচ্ছেন ৫২ বছয় বয়স্ক এ অভিনেতা। বেশ কয়েক বছর ধরে একসঙ্গে বসবাস করে আসা এ তারকা জুটি গেল বছর বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরই মধ্যে ছয় সন্তানের বাবা-মাও হয়েছেন তারা।

No comments

Powered by Blogger.