'বিশ্বশক্তি' হতে পারেনি চীন!

চীন এখনো 'বিশ্বশক্তি' হয়ে উঠতে পারেনি বলে দেশটির অধিকাংশ মানুষ মনে করে। দেশটির দ্য গ্লোবাল টাইমস পত্রিকার এক জরিপ অনুযায়ী, ৮২ দশমিক তিন শতাংশ মানুষের চোখে চীন এখনো আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বশক্তির কাতারে দাঁড়ায়নি।
তবে ৫৪ শতাংশ মানুষ মনে করে, বিশ্বশক্তি হওয়ার দোরগোড়ায় পেঁৗছে গেছে তাদের দেশ। জরিপটি গত সোমবার প্রকাশ করা হয়েছে।
জরিপে অংশ নেওয়া প্রায় অর্ধেক মানুষ বেইজিং-ওয়াশিংটন সম্পর্কের ব্যাপারে ইতিবাচক ধারণা পোষণ করে। তবে বেইজিং-টোকিও সম্পর্কের ব্যাপারে অধিকাংশ চীনা নাগরিক হতাশ।
রাজধানী বেইজিং ও বাণিজ্যিক শহর সাংহাইসহ সাতটি শহরে এ জরিপ চালানো হয়। এতে অংশ নেয় এক হাজার ৪০৪ জন। তাদের সবার বয়স ১৫ বছরের বেশি। টেলিফোন ও ইন্টারনেটের মাধ্যমে তাদের মতামত নেওয়া হয়।
২০১২ সালে চীনের কোন ঘটনা সবচেয়ে তাৎপর্যপূর্ণ, যা দেশটির ভাবমূর্তি উজ্জ্বল করেছে_এমন প্রশ্নের জবাবে শতকরা ৪৪ দশমিক ছয় শতাংশ মানুষ বিমানবাহী রণতরী লিয়াওনিংয়ের যাত্রা শুরুর কথা বলে। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.