ইরাকে পৃথক বোমা বিস্ফোরণে নিহত ২৩

ইরাকজুড়ে বোমা বিস্ফোরণে গত সোমবার অন্তত ২৩ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছে। রাজধানী বাগদাদের দক্ষিণে মুসায়েব শহরে একটি বাড়ির কাছে বোমা হামলায় একটি সুনি্ন পরিবারের সাতজন নিহত হয়েছে।
অন্যদিকে উত্তরাঞ্চলে শিয়া-অধ্যুষিত হিলা শহরে বাবিল প্রদেশের গভর্নরের গাড়িবহরের কাছে একটি গাড়িবোমা বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। তবে হামলা থেকে গভর্নর অল্পের জন্য রক্ষা পান বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলের কাছে হাসপাতালের কর্মী মোহাম্মদ আহমেদ বলেন, 'বিস্ফোরণের শব্দে আমাদের অফিসের জানালা কেঁপে ওঠে। সবাই তাৎক্ষণিকভাবে মেঝেতে শুয়ে পড়ি।' বাগদাদে শিয়া লক্ষ্যবস্তুতে আরেকটি গাড়িবোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে।
তেলসমৃদ্ধ কিরকুকে একটি কুর্দি নিরাপত্তা দপ্তরে বিস্ফোরকে ঠাসা একটি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী জঙ্গিরা। এতে এক কুর্দি নিরাপত্তারক্ষীসহ তিন জঙ্গি নিহত হয়।
একই শহরে আরেক ঘটনায় একটি বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে দুই পুলিশ সদস্য নিহত হয়। শহরের দক্ষিণে অন্য একটি ঘটনায় চলন্ত গাড়ি থেকে গুলিবর্ষণ করে সামরিক বাহিনীর এক কর্মকর্তা ও তাঁর দেহরক্ষীকে মারা হয়। সূত্র : রয়টার্স, এএফপি।

No comments

Powered by Blogger.