সম্পাদকীয় সমীপে- পাখিদের হাল্লা গ্রাম

শীত এলেই হাজার হাজার অতিথি পাখির ঝাঁক উড়ে আসে আমাদের দেশে। খাল-বিল-হাওড়-বাঁওড় ভরে যায় পাখিদের কলকাকলিতে।
প্রতিবারের মতো এবারও হাজার হাজার দেশী-বিদেশী পাখিতে ভরে গেছে মৌলভীবাজারের হাকালুকি হাওড় ও এর আশপাশের গ্রামে। উড়ে চলা ঝাঁকে ঝাঁকে পাখির ডানার শব্দে কেঁপে ওঠে হাওড়পাড়ের আশপাশের গ্রামগুলো। এসব হাওড়পাড়ের বহুদিনের চেনা দৃশ্য। আবার কখনও কখনও কোন বাড়িতে এসে পাখিরা আশ্রয় নেয়। কলকাকলিতে মুখর করে রাখে চারপাশ। পাখির বিষ্ঠায় গাছপালা বা ঘরের চাল নষ্ট হয়ে গেলেও কারও কোন অভিযোগ নেই। জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাবে জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে।
জীববৈচিত্র্য রক্ষার্থে আমাদের দেশী বা অতিথি পাখিদের বসবাসের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা দরকার। নিরাপদ আশ্রয় পায় বলে হাওড়পাড়ের হাল্লা গ্রামে বছরের পর বছর ধরে পাখিরা আসছে। তাই আসুন জীববৈচিত্র্য সংরক্ষণে আমরা পাখিদের প্রতি যতœবান হই, তাদের রক্ষা করি।


জেড রহমান
বাগমারা, রাজশাহী

No comments

Powered by Blogger.