ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী নিহত

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ জানুয়ারি ॥ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তে মঙ্গলবার ভোরে বিএসএফের গুলিতে বাংলাদেশী দুই গরু ব্যবসায়ী নিহত এবং ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।
নিহতরা হলেন মুক্তার আলম (২৮) তরিকুল ইসলাম ওরফে নুর ইসলাম (২৮)। আহতরা হলেন আমজাদ (২৫), সামাদ (২৯) ও রাজু (২৩)।
বিজিবি ও এলাকাবাসী জানায়, একদল ব্যবাসায়ী মঙ্গলবার ভোরে বুজরুক সীমান্ত দিয়ে গরু নিয়ে ফিরছিলেন। ওই সময় সীমান্তের ৩৬১/৪ এস পিলার এলাকায় এলে ভারতের বররা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মুক্তার আলম ও তরিকুল ইসলাম ওরফে নুর ইসলাম নিহত এবং অন্য ৩ জন গুলিবিদ্ধ হন। আহতরা কোনক্রমে বাংলাদেশ সীমান্তে এলে তাদের স্বজনরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
দিনাজপুর ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অপস অফিসার মেজর মোন্তাছির মামুন সিদ্দিক ২ জন নিহত ও ৩ আহত হওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ও লাশ ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে। বিএসএফ ময়নাতদন্ত শেষে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরতের আশ্বাস দিয়েছে।

No comments

Powered by Blogger.