চাঁদপুরে স্বরাষ্ট্রমন্ত্রী ॥ পিপার স্প্রে আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত

 আন্দোলনকারীদের ওপর ‘পিপার’ স্প্রে’ ব্যবহার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, নৈরাজ্য বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনী ফুলের মালা নিয়ে যাবে না, দমন করার উদ্দেশ্যেই যাবে।
তিনি বলেন, সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক কনভেনশনে অনুমোদিত যে সব উপকরণ ব্যবহার করা হয়, তার মধ্যে পিপার স্প্রে একটি। এই উপকরণ সম্পর্কে কারও ভিন্ন মত দেয়ার সুযোগ নেই। মনে রাখতে হবে, ভাংচুর ও নৈরাজ্য বন্ধ করার জন্য এটি ব্যবহার করা হয়। মন্ত্রী শুক্রবার চাঁদপুরের কচুয়া বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
মন্ত্রী সকালে আশ্রাফপুর স্কুল মাঠ ও জগতপুর বাজারে শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এরপর কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের একাদশ ও স্নাতক প্রথম বর্ষ শিক্ষার্থীর নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বৃত্তি প্রদান এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালের পিতার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগদান করেন।

No comments

Powered by Blogger.