কা র্য কা র ণ- ঠান্ডা লাগলে হাঁচি আসে কেন? by আব্দুল কাইয়ুম

হাঁচি একধরনের স্নায়ুতান্ত্রিক প্রক্রিয়া। মুখমণ্ডল ও মাথার চারপাশে স্নায়ুর সূক্ষ্ম শাখা-প্রশাখা ছড়িয়ে থাকে। বিশেষভাবে মুখের চামড়ার স্নায়ুগুলো খুব সংবেদনশীল। রাসায়নিক পদার্থের সংস্পর্শ, কোনো কিছুর সঙ্গে ঘষা লাগা বা স্পর্শ, তাপ বা ব্যথার সামান্য অনুভূতিতেই এগুলো উদ্দীপ্ত হয়।
এসব স্নায়ুর শাখা-প্রশাখা নাসারন্ধ্রের ভেতরেও বিস্তৃত থাকে। ফলে নাকের ভেতর অস্বস্তিকর অনুভূতির জন্য হাঁচি আসে। নাকের ভেতর ধুলাবালু ঢুকলে তো বটেই, যদি তা না-ও হয়, শুধু ঠান্ডায় কাঁপুনি বা তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের কারণে স্নায়ুগুলো উদ্দীপ্ত হতে পারে। এর প্রতিক্রিয়া মস্তিষ্কের অভ্যন্তরের ‘হাঁচিকেন্দ্রে’ গিয়ে জড়ো হয়। তখন শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের স্নায়ুগুলো সক্রিয় হয়ে ওঠে এবং হাঁচি আসে। হাঁচির কারণ নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করছেন। এর সব কারণ এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে জানা যায়নি। তবে এটা ঠিক যে নাকের ভেতর সুড়সুড়ির অনুভূতির জন্য হাঁচি আসে, যেন নাকের ভেতর অস্বস্তিকর কিছু থাকলে তা বেরিয়ে যায়।

No comments

Powered by Blogger.