‘আইজগো অইতে কষ্ট থাকবে না’

‘এইবারের শীতে একটা গরম কাপুড়ের অভাবে কষ্ট করছি। আইজগো অইতে হেই কষ্ট আর থাকবে না।’ প্রথম আলো ট্রাস্টের কম্বল গায়ে দিয়ে এভাবেই অনুভূতির কথা জানান পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের দৃষ্টিপ্রতিবন্ধী ইউসুফ আলী খাঁ (৯০)।
গতকাল শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে রাজশাহী, রংপুর ও পটুয়াখালীতে বন্ধুসভার সদস্যরা ৩৪০ জন শীতার্ত মানুষকে কম্বল দিয়েছেন। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
পটুয়াখালী: গতকাল সকালে কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ জন গরিব ও প্রতিবন্ধী মানুষের মধ্যে বন্ধুসভার সদস্যরা কম্বল বিতরণ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক জাফর উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে ১০০ জন দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়।
রাজশাহী: গতকাল সকালে বাঘা উপজেলার নওটিকা-আরিফপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ জন দরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুজ্জামান, রাধাকান্তপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান, বোয়ালিয়াপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রংপুর: গতকাল বিকেলে বদরগঞ্জ উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৮০ জন হতদরিদ্র মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় কাঁচাবাড়ি উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম সরকার ও বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন। একই দিন সকালে তারাগঞ্জ উপজেলার ফকিরপাড়া, চেয়ারম্যানপাড়া, সর্দারপাড়া, জুম্মাপাড়া, ডাঙ্গাপাড়া, দোলাপাড়া, পোদ্দাপাড়া, লক্ষ্মীপুর ও যুগিদাসপুর গ্রামের ৬০ জন দুস্থ মানুষকে কম্বল দেওয়া হয়। এ সময় ইকরচালি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
সহায়তা করতে চাইলে: দুস্থ ব্যক্তিদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে প্রথম আলো ট্রাস্টের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ ও শীতবস্ত্র সহায়তা অব্যাহত রয়েছে। সমাজের দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান শীতার্ত মানুষের জন্য প্রথম আলো ট্রাস্ট ত্রাণ তহবিলে শীতবস্ত্র প্রদান ও আর্থিক সহায়তা করতে পারেন। প্রথম আলো কার্যালয়ে ৮১৮০০৭৮-৮১ নম্বরে ফোন করে ট্রাস্টে যোগাযোগ করতে পারেন। এ ছাড়াও পাঠাতে পারেন প্রথম অলো ট্রাস্ট/ ত্রাণ তহবিল হিসাব নম্বর; (২০৭.২০০. ১১১৯৪) ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা, ঢাকায়। প্রয়োজনে প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী আজিজা আহমেদ, মুঠোফোন: ০১৯১৪৬০০৭৭০ নম্বরে যোগাযোগ করা যাবে।

No comments

Powered by Blogger.