জাকার্তায় বন্যা-মৃত ১১, নিখোঁজ ২

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বন্যায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে দুজন। আবহাওয়া অফিসের মতে, পানি কমতে শুরু করলেও রাজধানীর কয়েকটি এলাকা এখনো প্লাবিত রয়েছে।
বর্ষাকালে প্রতিবছরই বন্যার কবলে পড়ে জাকার্তা। তবে প্রচণ্ড বৃষ্টিপাতে এবার বন্যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় রাজধানীর যোগাযোগ ব্যবস্থা এখনো অচল রয়েছে। দ্বিতীয় দিনের মতো গতকালও দেশটির বেশির ভাগ সরকারি কার্যালয় ও ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্যার কারণে প্রায় ২০ হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে।
বন্যায় দুই শিশুসহ ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতীয় দুর্যোগ প্রতিরোধ সংস্থা এনডিএমএ। এদের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পাঁচজনের। সংস্থার মুখপাত্র সুতোপো পুরউয়ো নুগরোহ জানান, পানি কমতে শুরু করলেও রাজধানীর ৮ শতাংশ এলাকা এখনো প্লাবিত রয়েছে। আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সতর্ক অবস্থা জারি থাকবে বলে জানান তিনি। এ ছাড়া বন্যায় এখন পর্যন্ত দুই ব্যক্তি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে জাকার্তা পুলিশ। সূত্র : এএফপি।

No comments

Powered by Blogger.