কাশ্মীর সীমান্তে উত্তেজনা-আনুষ্ঠানিক প্রস্তাব পেলে আলোচনায় বসবে ভারত

কাশ্মীরের বিতর্কিত সীমান্ত এলাকার উত্তেজনা প্রশমনে পাকিস্তানের আলোচনার প্রস্তাবকে 'ইতিবাচক ইঙ্গিত' মনে করছে ভারত। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ব্যাপারে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তাতে 'যথাযথভাবে' সাড়া দেওয়া হবে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
তবে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, 'আলোচনা হতে হবে অবশ্যই গ্রহণযোগ্য ভদ্র আচরণসাপেক্ষে।'
দুই দেশকে বিভক্তকারী নিয়ন্ত্রণরেখায় (এলওসির) দেখা দেওয়া সাম্প্রতিক উত্তেজনা দূর করতে গত বুধবার আলোচনার আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার। পরদিন বৃহস্পতিবার নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত সালমান বশিরও দ্বিপক্ষীয় সম্পর্ককে সামনে এগিয়ে নিতে আলোচনার আহ্বান জানান। এর পরিপ্রেক্ষিতে খুরশিদ গতকাল জয়পুরে সাংবাদিকদের বলেন, 'আলোচনার আহ্বান ইতিবাচক ও ভালো ইঙ্গিত বহন করে। আনুষ্ঠানিক প্রস্তাবের ব্যাপারে এখন আমরা অপেক্ষা করছি।'
গত ৬ জানুয়ারি থেকে কয়েক দফা 'হামলা' ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। এতে ভারতের দুই ও পাকিস্তানের তিন সেনা মারা যাওয়ার দাবি করা হয়েছে।

No comments

Powered by Blogger.