দ্রুত মানবতাবিরোধী অপরাধের বিচার ও শাস্তি দাবি শিল্পীদের

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্তদের বিচার দ্রুত শেষ করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন দেশের চারুশিল্পীরা। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সামনে ছবি আঁকা ও কুশপুত্তলিকা পোড়ানোসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দাবি জানান তাঁরা।
চারুশিল্পী সংসদের আয়োজনে গতকাল সকাল থেকে এই কর্মসূচি শুরু হয়। প্রথম অধিবেশনে ছিল আলোচনা অনুষ্ঠান ও ছবি আঁকা। কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, সংসদের আহ্বায়ক চারুকলা অনুষদের ডিন আবুল বারক আলভী, মনিরুজ্জামান, জামাল আহমেদ, নেছার হোসেন, শিশির ভট্টাচার্য্য, কনক চাঁপা চাকমা ও আতিয়া ইসলামসহ বেশ কয়েকজন শিল্পী এ সময় উপস্থিত ছিলেন।
দুপুর পর্যন্ত শিল্পীরা মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে চারুকলার বিপরীতে ‘ছবির হাটের’ দেয়ালে ছবি আঁকেন। অপরাধীর প্রতীক কুশপুত্তলিকাটি তৈরির কাজ গতকালই শেষ হয়। সন্ধ্যায় তা দাহ করা হয়।

No comments

Powered by Blogger.