এ সপ্তাহে কোথায় কোন নাটক

সারা সপ্তাহে ঘরে বসে বোর না হয়ে একটু চোখ বোলালেই দেখতে পারেন বিভিন্ন মঞ্চে নাটক। তাই এ সপ্তাহে কোন মঞ্চে কোন নাটক প্রদর্শিত হবে তা দেয়া হলো_
মহিলা সমিতি মিলনায়তন আজ বৃহস্পতিবার মহিলা সমিতি মিলনায়তনে প্রদর্শিত হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক শিখন্ডীকথা। শুক্রবার বাঙলা নাট্যদলের প্রতিষ্ঠা বার্ষিকী, শনিবার গ্রন্থিক নাট্যগোষ্ঠীর গিরগিটি, রবিবার নাট্যতীর্থের নাটক কমলা সুন্দরী, সোমবার জ্যোতি নাট্য সম্প্রদায়ের জহুরা কেবলা, মঙ্গলবার মঞ্চসেনা নাট্য দলের নাবালক এবং বুধবার প্রদর্শিত হবে ঢাকা পদাতিকের নাটক পাইচো চোরের কেচ্ছা।
শিল্পকলা একাডেমীর মূল থিয়েটার
শিল্পকলা একাডেমীতে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে নৃত্য নাট্য। শুক্রবার প্রদর্শিত হবে নাগরিক নাট্য সম্প্রদায়ের নাটক কাঁঠাল বাগান/রক্তকরবী, রবিবার নাট্যকেন্দ্রর নাটক ডালিম কুমার, সোমবার প্রাচ্যনাটের পুনঃজন্ম, মঙ্গলবার বন্ধ এবং বুধবার প্রদর্শিত হবে ড্রামাকাবের নাটক।
শিল্পকলা একাডেমীর পরীৰণ হল
আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর পরীৰণ হলে মঞ্চস্থ হবে থিয়েটারের মেরাজ ফকিরের মা/মুক্তি, শুক্রবার লোকনাট্যদলের নাটক লীলাবতী অখ্যান, শনিবার আরন্যক এর রাঢ়াঙ, রবিবার লোকনাট্যদল বনানীর সোনাই মধাব, সোমবার উদিচীর হাফ আখড়াই, মঙ্গলবার বন্ধ এবং বুধবার মঞ্চস্থ হবে সুবচন নাট্য সম্প্রদায়ের নাটক খান্দানী কিচ্ছা।

No comments

Powered by Blogger.