মমতাকে নিয়ে ব্যঙ্গচিত্র, ছাত্রের বিরুদ্ধে মামলা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি ব্যঙ্গচিত্র ফেসবুকে ছেড়ে ঝামেলায় পড়ে গেছেন কলকাতার বিধাননগর কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র রামনয়ন চৌধুরী। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভক্ষণ দত্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা ছড়ানোর অপচেষ্টার অভিযোগ এনে গত বৃহস্পতিবার উত্তর বিধাননগর থানায় মামলা দায়ের করেন।
তবে রামনয়ন চৌধুরী দাবি করেন, তিনি ওই ব্যঙ্গচিত্র কেবল ফেসবুকে শেয়ার করেছেন। যদিও মমতার ব্যঙ্গচিত্রের পাশে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও একটি ব্যঙ্গচিত্র আছে। এই দুটি ছবি ও চার লাইনের কথা দিয়ে তৈরি করা হয়েছে ব্যঙ্গচিত্রটি।
এর আগে গত বছরের এপ্রিলে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র অনুরূপ একটি ব্যঙ্গচিত্র ই-মেইলে পাঠিয়ে বিপদে পড়েন। তৃণমূলের সমর্থকেরা তাঁকে মারধর করে থানায় নিয়ে যান। কারাভোগও করেন তিনি। পরে জামিনে মুক্তি পেলেও তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

No comments

Powered by Blogger.