সাইফকে লিবিয়ার আদালতে হাজির

লিবিয়ার নিহত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গত বৃহস্পতিবার সে দেশের পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানের একটি আদালতে হাজির করা হয়। দেশটির একজন সরকারি কৌঁসুলি এ তথ্য জানিয়েছেন।
২০১১ সালের শেষ দিকে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম সাইফকে আদালতে হাজির করা হলো।
নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) একজন আইনজীবীসহ সাইফের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ আনা হয়েছে।
লিবিয়ার কর্তৃপক্ষের দাবি, ওই সব তথ্য দেশটির জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সাইফকে সহযোগিতা দেওয়ার অভিযোগে অভিযুক্ত আইসিসির আইনজীবী অস্ট্রেলীয় নাগরিক মেলিন্দা টেইলর এবং তাঁর অন্য একজন সহকর্মীরও আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু সাইফ হাজির হলেও তাঁরা হাজির হননি। এ ছাড়া আদালতে সাইফের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাই এই মামলার বিচারকাজ আগামী মে মাস পর্যন্ত মুলতবি করেন আদালত।
যুদ্ধাপরাধের অভিযোগে সাইফের বিরুদ্ধে আইসিসির হুলিয়া রয়েছে। ওই আদালত সাইফকে হস্তান্তরের দাবি জানালেও লিবিয়ার সরকার তা নাকচ করেছে। সাইফের বিচার স্বদেশের আদালতেই করবে বলে জানিয়েছে লিবিয়ার কর্তৃপক্ষ। দোষী সাব্যস্ত হলে সাইফের মৃত্যুদণ্ড হতে পারে। বিবিসি।

No comments

Powered by Blogger.