লোহাগড়ায় প্রতিবন্ধীকে নির্যাতনের অভিযোগ

বেগুন চুরির অভিযোগ এনে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের বুদ্ধি ও বাকপ্রতিবন্ধী খোন্দকার মফিজের (৩০) ওপর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। মফিজ বর্তমানে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মফিজের মা জাহেদা বেগম বৃহস্পতিবার জানান, সোমবার সন্ধ্যায় মাকড়াইল পশ্চিমপাড়া রাস্তা থেকে মফিজকে ধরে পার্শ্ববর্তী লাহুড়িয়া গ্রামের তেঁতুলবাড়িয়ার জিল্লুর রহমানের বাড়িতে নিয়ে গভীর রাত পর্যন্ত জিল্লুর ও পান্নু তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালান। তারা মফিজকে বেধড়ক পিটিয়েছে এবং ফাঁড়া বাঁশের মধ্যে হাত-পা ঢুকিয়ে চিপেছে। এ ব্যাপারে অভিযুক্ত জিল্লু ও পান্নুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আইউব আলী বলেন, জিল্লুর নামের একজন ব্যক্তি রাতেই ওই প্রতিবন্ধীকে তাঁদের কাছে তুলে দেয়। সকালে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। মাকড়াইল পশ্চিমপাড়া এলাকায় জিল্লুরের খেত থেকে বেগুন চুরির অভিযোগে ওই প্রতিবন্ধীকে চড়-থাপ্পড় দেওয়া হয়েছে বলে জিল্লুর পুলিশের কাছে স্বীকার করেছে।

No comments

Powered by Blogger.