ঢাকায় চলছে বিসিএস আইসিটি মেলা

আউটসোর্সিংয়ে ভালো করতে হলে মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সারদের নিজের উদ্যোগ, আগ্রহটাই বেশি জরুরি। এর পরও চাই দক্ষতা।
গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তথ্যপ্রযুক্তির মেলা ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২’-এর দ্বিতীয় দিনে ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ওপেন সোর্স: অবারিত ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) সচিব নজরুল ইসলাম খান, আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আক্তারুজ্জামান, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের পরিচালক এস এম ইকবালসহ অনেকে। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান এবং সঞ্চালনা করেন প্রগতি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত উল্লাহ। সেমিনারে আউটসোর্সিংয়ের বিভিন্ন দিকনির্দেশনাসহ মুক্ত সফটওয়্যার নিয়ে আলোচনা করা হয়। আজ বেলা ১১টায় ‘ডিজিটাল বাংলাদেশের চার বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ বিষয়ে সেমিনার অুনষ্ঠিত হবে।
গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেল, প্রযুক্তিপণ্য দেখতে এসেছেন অনেকেই। দর্শকদের ভিড়ও উল্লেখযোগ্য। মেলায় আসা স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিল্লাল হোসেন বলেন, ‘কম্পিউটার বিজ্ঞানে পড়ুয়াদের জন্য এ ধরনের মেলা বেশ কাজের। এখানে এলে নতুন প্রযুক্তির সঙ্গে নিজেকে পরিচিত করে নিতে পারবেন।’
মেলায় গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড আসুসের যেকোনো নোটবুক কিনলেই দিচ্ছে জ্যাকেট ও ক্লিনিং কিট উপহার। আর নির্দিষ্ট কিছু মডেলে রয়েছে নগদ ছাড়। কিউবির মডেম কিনলে উপহার হিসেবে রয়েছে টারটেল ব্যাগ। আর মেলায় ৯০০ টাকায় সিটিসেল মডেম পাওয়া যাচ্ছে। এ ছাড়া এক বছরের ওয়ারেন্টি সুবিধাসহ ১৭ হাজার টাকায় পাওয়া যাচ্ছে বিজয় ল্যাপটপ। বিডিকমে আছে স্বয়ংক্রিয় গাড়ির অবস্থান জানার প্রক্রিয়া। জিপিআরএস ও পজিশনিং প্রক্রিয়ায় এটি কাজ করবে। ডলফিন কম্পিউটার্সে স্যামসাংসহ অন্যান্য ল্যাপটপ কম্পিউটারে মিলবে নগদ ছাড়। আর ড্যাফোডিল নেটওয়ার্কের স্টলে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণে ১০ থেকে ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে। বিডিওএসএন স্টলে রয়েছে মুক্ত সফটওয়্যার নিয়ে নানা আয়োজন। এখানে যে কেউ বিনা মূল্যে মুক্ত অপারেটিং সিস্টেম উবুন্টু সিডি সংগ্রহ করতে পারবেন।
মেলায় বিকিকিনি ছাড়াও আছে কুইজ প্রতিযোগিতা, ওয়েব মেলা, তারকা আড্ডা ও র‌্যাফল ড্র। মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। —জিয়াউর রহমান চৌধুরী

No comments

Powered by Blogger.