অবসর ভাতা চান 'মৃত' ফখরুদ্দিন

পাকিস্তানি সামরিক বাহিনীর সাবেক সেনা ফখরুদ্দিন ১৯৫৯ সালে অবসর নেওয়ার পর থেকে নিয়মিত অবসর ভাতা পেয়ে আসছিলেন। কিন্তু গত এপ্রিল থেকে তা বন্ধ হয়ে যায়। কারণ জানতে এর পরের মাসেই সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নেন ৮২ বছরের ফখরুদ্দিন।
দেখেন, সরকারি নথি অনুযায়ী তিনি মারা গেছেন। এ জন্য তাঁর অবসর ভাতা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
১৯৪৭ সালে চাকরিতে যোগ দেওয়া ফখরুদ্দিন জানান, তিনি নিয়মিত অবসর ভাতা পাচ্ছিলেন। হঠাৎ করে গত এপ্রিল থেকে তা বন্ধ হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে খোঁজ নিয়ে ভাতা বন্ধের কারণ জানতে পারেন তিনি। ফখরুদ্দিন জানান, জীবিত থাকার পরও একজন মানুষকে মৃত দেখানো খুবই দুঃখজনক। বিষয়টি সংশোধনের জন্য একাধিকবার কর্তৃপক্ষকে অনুরোধ করা হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তিনি। উপার্জনের অন্য পথ না থাকায় খুবই কষ্টে দিন কাটছে তাঁর। অবসর নেওয়ার পরও সরকারের আহ্বানে ১৯৬৫ ও ১৯৭১ সালের যুদ্ধে অংশ নেন বলে দাবি করেন ফখরুদ্দিন।

No comments

Powered by Blogger.