টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন 'নো ইজি ডে'র লেখক-'বিন লাদেনকে দেখামাত্রই গুলি করা হয়'

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের হত্যাকাণ্ড নিয়ে লেখা বইয়ের লেখক মার্ক ওয়েন (ছদ্মনাম) প্রথমবারের মতো গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল সিবিএসের '৬০ মিনিট' অনুষ্ঠানে গত রবিবার সাক্ষাৎকারটি প্রচার হয়।


গত বছর পাকিস্তানে বিন লাদেনকে হত্যার অভিযানের সময় যুক্তরাষ্ট্রের নেভি-সিল বাহিনীর সদস্য ছিলেন ওয়েন। যদিও যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, মার্ক ওয়েনের প্রকৃত নাম ম্যাট বিসোনেটে।
সাক্ষাৎকারে ওয়েন জোর দিয়ে জানান, তাঁরা বিন লাদেনকে দেখামাত্রই গুলি করেছেন। তাঁর এই বক্তব্যটি এর আগে দেওয়া মার্কিন সরকারের বক্তব্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। ওবামা প্রশাসন দাবি করেছে, বিন লাদেন শোবার ঘরে আশ্রয় নেওয়ার পর তাঁকে গুলি করা হয়। সেনা কমান্ডারদের সন্দেহ হয়, বিন লাদেন ঘরে ঢুকে অস্ত্র হাতে তাঁদের রুখে দাঁড়াতে পারেন। তাঁর বক্তব্যের স্বপক্ষে যুক্তি দিয়ে ওয়েন বলেন, 'কেউ আপনার ওপর একে-৪৭ রাইফেলের গুলি ছুড়ুক বা গ্রেনেড হামলা চালাক_সে পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন না।'
ওয়েন আরো জানান, প্রথমবার গুলি খাওয়ার পরও বিন লাদেন নড়াচড়া করছিলেন। এরপর সিলের সদস্যরা ঘরে ঢুকে পুনরায় তাঁকে গুলি করেন। তিনি বলেন, 'সিলের সদস্যরা তাঁর হাত দেখতে পাচ্ছিলেন না। তাই তাঁরা মনে করেছিলেন বিন লাদেনের কাছে বিস্ফোরক জাতীয় কোনো দ্রব্য থাকতে পারে।'
বিন লাদেনকে হত্যার পর নেভি সিল টিমের সদস্যরা প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করেন। দলের কোন সদস্য আল-কায়েদা প্রধানকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন, এটি তাঁরা ওবামাকে বলতে অস্বীকৃতি জানান। এ প্রসঙ্গে ওয়েন বলেন, 'ট্রিগার চাপা সহজ, কে কাজটি করেছে_সেটা গুরুত্বপূর্ণ নয়। কারণ এটা দলীয় কাজ। নিখুঁতভাবে নিশানা ভেদ করাই মূল লক্ষ্য। দলের মধ্যে থেকে প্রথম কে গুলি চালিয়েছে, সেটা কোনো বিষয় নয়।' 'নো ইজি ডে' বইটি ছাপানোর আগে পেন্টাগন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিআইএ) বা হোয়াইট হাউস তা পর্যালোচনা করেনি। পেন্টাগন বলেছে, সামরিক বাহিনীর গোপন তথ্য ফাঁস করে দেওয়ায় তারা ওয়েনের বিরুদ্ধে মামলা করবে। সূত্র : বিবিসি, টেলিগ্রাফ।

No comments

Powered by Blogger.