ঈদের সাজে বসার ঘর

দুয়ারে ঈদ। চলছে ব্যাপক প্রস্তুতি। সে প্রস্তুতির ছোঁয়া লেগেছে ঘরেও। তাই ধুম পড়েছে ঘর সাজাতে। যে কারণে সবার আগে নজরে আসে বসার ঘর। বসার ঘর সাজানোর কিছু টিপ্স দেয়া হল।


আলো
0 সারা ঘরে আলো-হওয়ার জন্য জেনারেল লাইটিং করতে পারেন।
0 বসার ঘরের কোনায় সিলিং থেকে পেনড্যান্ট ল্যাম্প ঝোলান।
0 ফলস সিলিংয়ে লুকানো লাইট ব্যবহার করুন।
0 বসার ঘরে পড়ার অভ্যাস থাকলে ফ্রি-স্টাডিং ফোকাস লাইট রাখুন।
0 দেওয়ালে ছবি বা ঘরের কোনায় কোন শোপিস থাকলে সেখানে আইবল লাইট লাগান। এ্যাডজাস্টেবল স্পট লাইটও লাগাতে পারেন।
0 ছোট ঘর বড় দেখাতে ঘরের অন্ধকার কোনায় ফ্লোর এবং ওয়াল লাইট দিন।
0 এরিকা পাম কিংবা ফিলডেনড্রন গাছ রেখে আপলাইটার অথবা স্পট লাইট দিন। ড্রামা তৈরি হবে।
বারান্দা
0 বসার ঘরের সঙ্গে বারান্দা থাকলে বেতের চেয়ার, মোড়া দিয়ে ইন্টিমেট আড্ডার জায়গা বানাতে পারেন।
0 কিংবা বাসা ছোট হলে বারান্দাটি ঘিরে আরামদায়ক বসার ব্যবস্থা করতে পারেন।
সাধারণ টিপস
0 মূল বসার জায়গার উল্টো দিকের বড় দেয়ালে বড় ছবি লাগান।
0 ছোট ছবি ছোট দেয়ালে। অনেক ছবি একসঙ্গে লাগালে ফ্রেম এবং কম্পোজিশনের দিকে খেয়াল রাখবেন।
0 নকশা করা কলসির ওপর গ্লাস টপ দিয়ে টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন।
0 পিতলের বড় কলসি থাকলে ফুল বা গাছ রাখার জন্য ব্যবহার করুন।
0 যদি বাড়িতে ফুল না থাকে তাহলে একটি সুদৃশ্য কাঁচের প্লেটে মটরশুঁটি ও কর্ন মিশিয়ে সাজিয়ে রাখুন। কিংবা বাজার থেকে আনা কচি লাউ ডগা ছোট্ট কাঁচের পাত্রে সাজিয়ে রাখুন।
0 কাঠগ্লাসের পাত্রে টুকটুকে লাল টমেটো কিংবা ঝকঝকে পরিষ্কার পেঁয়াজ সাজালেও সুন্দর দেখাবে।
0 ছোট্ট মই রং করে ঘরের কোনায় রেখে (ঘর যদি বড় হয়) ফুলগাছ কিংবা পাতাবাহারের টব সাজান।
পরামর্শ
ড্রয়িং-ডাইনিং এলাকার জানালা খুললেই পাশের বাড়ির পাইপ বা অন্যান্য দৃষ্টিকটু জিনিস নজরে আসে। সব সময় জানালা বন্ধ রাখা সম্ভব নয়। এক্ষেত্রে চিক লাগান। দেখতেও সুন্দর লাগে, সমস্যাও সমাধান।
মারিয়া সুলতানা

No comments

Powered by Blogger.