সমষ্টিগতভাবে কাজ করতে হবে by ইলিয়াস কাঞ্চন
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই দুর্ঘটনার শিকার পরিবারগুলো একসঙ্গে হয়ে কাজ করছে। তুলনামূলক হারে তাদের সংখ্যা কম। কেননা, সরকারি হিসাবমতে প্রতিবছর প্রায় চার থেকে পাঁচ হাজার পরিবার সড়ক দুর্ঘটনার শিকার হয়। কোনো কার্যক্রমে হয়তো ১০০টি পরিবার অংশ নেয়। বাকি পরিবারগুলোকে সোচ্চার ভূমিকায় দেখা যায় না।
১৯ বছর ধরে নিরাপদ সড়ক নিয়ে কাজ করে চলেছি। প্রতিটি জেলায় জনসভা, সেমিনার ও মানববন্ধন করেছি। কিন্তু পরিবর্তন দেখছি না কোনো। পরিবারগুলোকে আরও একে অপরের সঙ্গে যুক্ত হতে হবে। অনেক প্রতিষ্ঠান, ব্যক্তিগতভাবে নিরাপদ সড়ক ও দুর্ঘটনা প্রতিরোধে কাজ করেছে। এ কাজটি একা না করে সমষ্টিগতভাবে করলে একদিন হয়তো সড়ক দুর্ঘটনা কমে আসবে।
No comments