ইউটিউবে প্রতিদিন ‘হিট’ ৪০০ কোটি

মানবজমিন ডেস্ক: গুগলের ভিডিও ওয়েবসাইট ইউটিউবে প্রতিদিন ৪শ’ কোটি অনলাইন ভিডিও দেখা হয়। গত আট মাসে ইউটিউবে ভিডিও দেখার সংখ্যা ২৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সংখ্যাটি ৪শ’ কোটিতে উঠেছে। এ কথা জানিয়েছে এই ইন্টারনেট কোম্পানি। ইউটিউবকে কম্পিউটারের আওতা ছাড়িয়ে স্মার্টফোন ও টেলিভিশনে দেখার উপযোগী করে তোলার পর থেকেই ভিডিও দেখার সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। পাশাপাশি ভোক্তাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে উন্নতমানের ভিডিও যুক্ত করার পদক্ষেপও দর্শকের সংখ্যা বাড়ার কারণ বলে মনে করে গুগল। গুগলের দেয়া তথ্যানুযায়ী, বর্তমানে প্রতি মিনিটে ইউটিউবে ৬০ ঘণ্টার ভিডিও যুক্ত হচ্ছে। যেখানে গত মে মাসে প্রতি মিনিটে ৪৮ ঘণ্টার ভিডিও যুক্ত হতো। এ খবর দিয়েছে বিডিনিউজ। এতে বলা হয়, ২০০৬ সালে গুগল ইনকর্পোরেট ১৬৫ কোটি ডলারের বিনিময়ে ইউটিউবের মালিকানা কিনে নেয়। এখন সনাতন ইন্টারনেট সার্চ বিজ্ঞাপন ব্যবসার বাইরে গুগলের আয়ের অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে ইউটিউব। গত সপ্তাহে গুগল জানায়, বর্তমানে ইউটিউবের পৃষ্ঠায় ভিডিওর পাশে থাকা বিজ্ঞাপন বাবদ তাদের বার্ষিক আয় ৫শ’ কোটি ডলার।

No comments

Powered by Blogger.