নাইজেরিয়ায় বোকো হারামের সন্দেহভাজন ১৫৮ সদস্য গ্রেপ্তার

নাইজেরিয়ার সরকারি বাহিনী উত্তরাঞ্চলীয় কানো শহর থেকে কট্টরপন্থি জঙ্গি সংগঠন বোকো হারামের ১৫৮ জন সন্দেহভাজন সদস্যকে গ্রেপ্তার করেছে। গতকাল এক সাঁড়াশি অভিযানে তাদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এদিকে গত শুক্রবার কানো শহরে পরিচালিত এক সহিংস হামলায় কমপক্ষে ১৮৫ জন নিহত হন। সে হামলার দায় স্বীকার করে বোকো হারাম। কট্টর ইসলামপন্থি এ সংগঠনটির দাবি, তারা নাইজেরিয়ার বর্তমান সরকারকে উৎখাত করে সেখানে ইসলামী শরীয়াভিত্তিক সরকার প্রতিষ্ঠা করবে। এদিকে গতকালও কানোর একটি থানা এবং পুলিশের বাসভবনকে লক্ষ্য করে একটি হামলা চালায় অজ্ঞাত হামলাকারীরা। এক প্রত্যক্ষদর্শীর বরাতে অনলাইন বিবিসি জানিয়েছে, প্রায় ২৫ মিনিটের বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা সেখান থেকে সরে যায়। এ ঘটনায় ২ জন নিহত হয়েছে।
উল্লেখ্য, আন্তজার্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি’র এক পরিসংখ্যানে বলা হয়েছে, বোকো হারামের হামলায় গত বছর নাইজেরিয়ায় প্রায় ১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এদিকে এক বিবৃতিতে মানবাধিকার সংগঠনটি নাইজেরীয় সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে। এতে বলা হয়, নাইজেরিয়ার সরকার এ ধরনের সহিংস কার্যক্রম রুখতে, তদন্ত ও বিচার করতে এবং শাস্তি দেয়ার ক্ষেত্রে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

No comments

Powered by Blogger.