ম্যানইউ’র সঙ্গে যুক্ত হলো এয়ারটেল

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশের ফুটবলপ্রেমী মোবাইল গ্রাহকদের বিভিন্ন প্রকার সেবা দিতে বিশ্বখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সংযুক্ত হয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল। গতকাল ঢাকার বনানী সোসাইটি ক্লাব মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি খেলোয়াড় ব্রায়ান রবসন এবং ডোয়াইট ইয়র্কের উপস্থিতিতে এই ঘোষণা দেন এয়ারটেল বাংলাদেশ-এর সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট। ক্রিস টবিট বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ফুটবল দল। বাংলাদেশে আমাদের ফুটবলপ্রেমী গ্রাহকদের জন্য এমন একটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা বেশ আনন্দিত। এর মাধ্যমে বাংলাদেশের অগণিত তরুণকে বিশ্ব ফুটবলের আরও কাছে আনতে পারার ব্যাপারে আমরা আশাবাদী। এই সহযোগিতার আওতায় বাংলাদেশের এয়ারটেল গ্রাহকেরা তাদের মোবাইল ফোনে ম্যানচেস্টার ইউনাইটেড সম্পর্কিত বিশেষ মোবাইল সেবা উপভোগ করতে পারবেন। এছাড়া এয়ারটেল গ্রাহকেরা ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুল প্রোগ্রামে (ম্যানচেস্টার ইউনাইটেড মার্চেনডাইজিং লি. দ্বারা পরিচালিত) অংশগ্রহণের সুযোগ পাবেন। এয়ারটেল গ্রাহকেরা ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়ামে ফুটবল খেলা দেখার সুযোগ ছাড়াও ইউরোপে ভ্রমণ করে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ম্যানচেস্টার ইউনাইটেড-এর খেলা দেখার সুযোগ পাবেন। পরে রবসন ও ইয়র্ক গতবার জেতা ইংলিশ লীগের রেকর্ড ১৯তম ট্রফিটিও দর্শকদের সামনে তুলে ধরেন। তারা এ সময় সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে এক প্রদর্শনী ম্যাচেও অংশ নেন।

No comments

Powered by Blogger.