২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত সিরিয়ায় থাকবে আরব লীগের পর্যবেক্ষক দল

আরব লীগের পর্যবেক্ষক দলের সময়সীমা বাড়ানোর ইস্যুতে সম্মত হয়েছে সিরিয়া। নতুন করে বর্ধিত এ সময়সীমার আওতায় আগামী ২৩শে ফেব্রুয়ারি পর্যন্ত সিরিয়ায় তাদের কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারবেন আরব লীগের পর্যবেক্ষক দলের কর্মকর্তারা। সানা থেকে প্রকাশিত এক রিপোর্টে জানা গেছে, আরব লীগের মহাসচিবকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের শেষ নাগাদ সিরিয়ায় তাদের পর্যবেক্ষক দলকে পাঠিয়েছিল আরব লীগ। সিরিয়ায় রক্তপাত থামাতে পাঠানো হয়েছিল তাদেরকে। এদিকে সরকারবিরোধী কর্মীদের একটি দল জানিয়েছে, গতকালও সিরিয়ার বিভিন্ন স্থানে সহিংসতায় ৬০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের এক পরিসংখ্যানে দাবি করা হয়েছে, সিরিয়ায় ১০ মাসের অভ্যুত্থানে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ওদিকে সিরীয় সরকারের দাবি করেছে, এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর প্রায় ২ হাজার সদস্য নিহত হয়েছেন।

No comments

Powered by Blogger.