তিন বছর পূর্তিতে বসুধা ঢাক ঢোল সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার: এটিএন বাংলার জনপ্রিয় মিউজিক্যাল শো ‘বসুধা ঢাক ঢোল’ তিন বছরের মাইলস্টোন স্পর্শ করে চার বছরে পদার্পণ করেছে। এ দিনটিকে স্মরণীয় করে রাখতে গত সোমবার সন্ধ্যায় স্থানীয় এক হোটেলে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সম্মাননা অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং বসুধা বিল্ডার্স লি.-এর ব্যবস্থাপনা  পরিচালক আবদুল জাব্বার খান। এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা নওয়াজীশ আলী খানের সভাপতিত্তে এদিন সম্মাননা প্রদান করা হয় ১৯জন জনপ্রিয় শিল্পীকে। তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এটিএন বাংলার জনপ্রিয় মিউজিক্যাল শো বসুধা ঢাক ঢোলের ৩ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে এর প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া ক্লাব। সম্মাননাপ্রাপ্ত শিল্পীরা হলেন, রফিকুল আলম, ইভা রহমান, সুলতানা চৌধুরী, পারভীন সুলতানা, কুদ্দুস বয়াতি, এসআই টুটুল, মনির খান, রবি চৌধুরী, রিজিয়া পারভীন, আঁখি আলমগীর, মৌটুসী, বিলু সিদ্দীকি, পথিক নবী, আরফিন রুমি, তপু, সিঁথি সাহা, সুমি শবনম, রাফাত এবং রোজ। বসুধা ঢাক ঢোল অনুষ্ঠানের পরিচালক শামীম আহমেদ এ সময় উপিস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এটিএন বাংলার চেয়ারম্যান আরও নতুন শিল্পী তৈরির ব্যাপারে পুরনো শিল্পীদের উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এখনও দেশে অনেক শিল্পী সঙ্কট রয়েছে। একটি অনুষ্ঠান করতে গেলে শিল্পী পাওয়া কষ্টকর হয়ে যায়। পাওয়া গেলেও তারা অনেক পারিশ্রমিক হাকেন। এ সঙ্কট কাটাতে নতুন শিল্পী তৈরিতে সবাইকে এগিয়ে আসতে হবে।

No comments

Powered by Blogger.