কুষ্টিয়ায় টুটুলের স্কুল ‘ধ্রুবতারা একাডেমী’

স্টাফ রিপোর্টার: মহান মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন যারা। যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেল এই দেশ, এসআই টুটুল ’৭১-এর সেই বীর মুক্তিযোদ্ধাদের নাম রেখেছেন ধ্রুবতারা। টুটুল নিজেও একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। সেই অনুভূতিটাকে সামনে রেখে কিছুদিন আগে তিনি তার ‘ফেস টু ফেস’ ব্যান্ডের নাম পাল্টে রাখেন ‘ধ্রুবতারা’। সম্প্রতি সেই নামটির সঙ্গে মিল রেখে একটি স্কুলও চালু করছেন তিনি। নাম ধ্রুবতারা একাডেমি। ঢাকায় নয়, এটি স্থাপিত হয়েছে টুটুলের জন্মস্থান কুষ্টিয়ায়। কুষ্টিয়ার কমলাপুরের ১১৩ গির্জানাথ মজুমদার সড়কে টুটুলদের নিজ বাড়িতে আগামী মার্চ মাস থেকে ধ্রুবতারা একাডেমীর কার্যক্রম শুরু হবে। টুটুল জানান, ধ্রুবতারা একাডেমীতে নাচ-গান-বাদ্যযন্ত্র-চিত্রকলা-ভাষা শিক্ষার ক্লাসসহ থাকবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ফ্রি-স্কুলিং। সব শিক্ষার্থীর জন্য থাকবে বাধ্যতামূলক ইংরেজি প্রশিক্ষণ ক্লাস। এসআই টুটুল বলেন, শিক্ষা আমাদের দেশের একটা বড় সমস্যা। এটার প্রতি অবহেলা করা কোন অবস্থাতেই উচিত নয়। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল শিক্ষা সমস্যা নিয়ে কাজ করার। এখন সেটা বাস্তবে রূপ নিতে যাচ্ছি ভেবে ভাল লাগছে। টুটুল আরও বলেন, একটা দেশের উন্নতির অন্যতম পূর্বশর্ত হচ্ছে, সে দেশের মানুষদের সুশিক্ষায় শিক্ষিত হওয়া। একটা শিক্ষিত জাতি সে দেশের বড় একটা সম্পদও বটে। একজন শিল্পী হিসেবে নিজেকে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার ক্ষেত্রে শিক্ষাখাতটাকে আমার সবচেয়ে উত্তম একটা পন্থা মনে হয়েছে। মূলত এই ভাবনা থেকে শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। টুটুল আরও জানান, এই একাডেমীতে নিয়মিত শিক্ষকের পাশাপাশি তিনি নিজেও সময় দেয়ার চেষ্টা করবেন। সময় পেলেই ছুটে যাবেন কুষ্টিয়ার ধ্রুবতারা একাডেমীতে।  প্রাথমিকভাবে কুষ্টিয়ায় ধ্রুবতারা একাডেমীর কার্যক্রম শুরু হলেও ভবিষ্যতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় এর শাখা খোলার চিন্তাভাবনা রয়েছে এসআই টুটুলের। জানা গেছে, এরই মধ্যে ঢাকার শাখাটির জন্য কাজও গুছিয়ে এনেছেন তিনি। পর্যায়ক্রমে সারা দেশে তিনি ধ্রুবতারাকে ছড়িয়ে দিতে চান।

No comments

Powered by Blogger.