প্রমাণ দিলেন রাহুল ঠাণ্ডা মাথার রাজনীতিক



মানবজমিন ডেস্ক: ঠাণ্ডা মাথার রাজনীতিক হিসেবে সুনাম এমনিতেই রয়েছে তার। তার ওপর আরেকবার প্রমাণ দিলেন মাথা গরম করলে রাজনীতিতে টেকা কঠিন। তাইতো তাকে যে ব্যক্তি জুতা ছুড়ে মেরেছিলেন তাকে আরও জুতা ছোড়ার সুযোগ দিতে বললেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও দলটির সভানেত্রী সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধী। তাকে জুতা ছুড়ে মেরেছিল কুলদীপ সিং নামে এক ব্যক্তি। মঙ্গলবার উত্তরখণ্ডে একটি নির্বাচনী জনসভায় অংশ নিতে গেলে রাহুলকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিল কুলদীপ সিং (৩৫)। তারপরই কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাদের উদ্দেশে রাহুল বলেন, ওই লোকটিকে ছেড়ে দিন। ওকে আমার দিকে আরও জুতা ছুঁড়তে দিন। রাহুলকে হিন্দিতে বলতে শোনা গেছে- ফেঁকো, ফেঁকো অর ফেঁকো। কর্তব্যরত পুলিশরা কুলদীপকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে গাড়িতে তুললেও রাহুল তাকে ছেড়ে দেয়ার অনুরোধ করেন। এর আগে একবারও জানতে চাননি কেন তাকে জুতা ছুড়ে মারা হলো। এদিকে জুতা ছোড়ার পরই নিরাপত্তা কর্মকর্তা কুলদীপকে জাপটে ধরলেন। কিন্তু রাহুলের অনুরোধ, তাকে মারবেন না। কুলদীপ মঞ্চে থাকা রাহুলকে লক্ষ্য করলে জুতা ছুড়লেও সেটি রাহুলের অবস্থান থেকে ১০ মিটার দূরে গিয়ে পড়ে। স্থানীয় পুলিশের ডিআইজি সঞ্জয় বলেন, কুলদীপকে গ্রেপ্তার করা হয়েছে। নিজেকে ভারতের যোগগুরু বাবা রামদেবের অনুসারী হিসেবে পরিচয় দিয়েছে কুলদীপ। রামদেবের একটি আয়ুর্বেদিকের দোকানে বিক্রেতার কাজ করে সে। পুলিশের কাছে দেয়া জবানবন্দিতে সে বলেছে, অবৈধ কালো টাকার বিরুদ্ধে আন্দোলনের সময় বাবা রামদেবের উদ্দেশ্যে জুতা ছুড়ে মারার প্রতিশোধ নিতেই এ কাজ করেছে সে। ওদিকে তার এ শান্ত প্রতিক্রিয়ায় রাজনীতিকদের প্রশংসাও কুড়িয়েছেন রাহুল।

No comments

Powered by Blogger.