ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগ

বিশ্বখ্যাত অনলাইন প্রতিষ্ঠান ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরি ইয়াং পদত্যাগ করেছেন। ১৯৯৫ সালে তিনি ডেভিড ফিলোর সঙ্গে ইয়াহু প্রতিষ্ঠা করেছিলেন। পেপ্যাল প্রতিষ্ঠানের সাবেক নির্বাহী স্কট থম্পসনকে ইয়াহুতে নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ দেয়ার দু’সপ্তাহ পর বোর্ড থেকে পদত্যাগ করলেন জেরি। ২০০৭ সালের জুন থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ইয়াহুর প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রতিষ্ঠানটির বর্তমান বাজার দর প্রায় ২ হাজার কোটি ডলার। এক বিবৃতিতে তিনি বলেন, ইয়াহুর বাইরেও অন্যান্য বিষয়ের প্রতি মনোযোগী হওয়ার সময় এসেছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, জেরি ইয়াং ইয়াহুর বর্তমান ব্যবস্থাপনার প্রতিও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ইয়াহুতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে স্কট থম্পসনের নিয়োগের ব্যাপারে আমি বেশ উৎসাহিত বোধ করছি। থম্পসনের নেতৃত্বে প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যতও কামনা করেন জেরি ইয়াং। ওদিকে তিনি ইয়াহু জাপান ও আলিবাবা গ্রুপের মতো প্রতিষ্ঠানের বোর্ড থেকেও পদত্যাগ করেছেন।

No comments

Powered by Blogger.