সিরিয়ায় আন্তর্জাতিক চাপ বাড়ানোর পক্ষে ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ওপর আন্তজার্তিক চাপ বাড়ানোর কথা বলেছেন। গতকাল জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে সাক্ষাতের পর ওয়াশিংটনে দেয়া এক বিবৃতিতে ওবামা বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমরা সিরিয়ার অভ্যন্তরে অগ্রহণযোগ্য মাত্রার সহিংসতা পরিলক্ষিত করছি। তিনি বলেন, সিরিয়ায় আন্তজার্তিক চাপ বাড়াতে জর্ডানের সঙ্গে আমরা বেশ ঘনিষ্ঠভাবে এ বিষয়ে পরামর্শ ও আলোচনা অব্যাহত রাখবো। তিনি সিরিয়া সরকারকে সরে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও জানান। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। এদিকে ওবামার এ ঘোষণা এমন সময় এলো যখন সিরিয়া আরব লীগের ১৬৫ সদস্যের পর্যবেক্ষক দলকে সেখানে আরও ১ মাস তাদের কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়ার ইঙ্গিত দিয়েছে। আরব লীগের একটি সূত্রে এ খবর জানানো হয়েছে।

No comments

Powered by Blogger.