বিদেশ থেকে ড্রেজার আনতে হবে না-প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদী খননের জন্য আর আমাদের বিদেশ থেকে ড্রেজার আনতে হবে না। বুধবার দুপুরে পদ্মনদী তীরবর্তী মানিকগঞ্জের আরিচাঘাটে পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নাধীন ক্যাপিটাল ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় তিনি দেশি প্রযুক্তিতে তৈরি কর্ণফুলী, কপোতাক্ষ ও কুশিয়ারা নামে তিনটি বিশ্বমানের ড্রেজারের উদ্বোধন করেন। নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি সভাপতিত্বে প্রকল্প কার্যক্রম ও ড্রেজার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন- পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, নৌপরিবহন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নূরে আলম চৌধুরী, মানিকগঞ্জের শিবালয় আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এবিএম আনোয়ারুল হক প্রমুখ।

No comments

Powered by Blogger.