মহেশখালীতে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধ গুলিতে এস আই নিহত ৫ পুলিশ সদস্য আহত

কঙবাজারের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের হারিয়ারছড়া এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে এস আই নিহত হয়েছেন। তার নাম পরেশ বাবু। এ সময় আহত হয়েছেন আরও ৫ পুলিশ সদস্য। আজ সকাল ৮টায় ওই এলাকার পূর্বপাশের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
কঙবাজার পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানিয়েছেন, গত ২৭শে ডিসেম্বর মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পূর্ব কালাগাজীপাড়া এলাকায় জোনাব আলী বাহিনীর গুলিতে নিহত হন কাঁঠালতলী গ্রামের কালা খাতুন। এ ঘটনায় স্থানীয় মৃত বদু মিয়ার পুত্র সন্ত্রাসী জোনাব আলীকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার তদন্ত অফিসার মহেশখালী থানার এস আই পরেশ বাবু মামলা তদন্তের জন্য আজ সকালে হারিয়ারছড়া এলাকায় গেলে সন্ত্রাসীরা পুলিশের ওপর গুলি চালায়। তখন পুলিশও পাল্টা গুলি চালায়। সন্ত্রাসী বাহিনীর গুলিতে আহত হন এসআই পরেশ বাবুসহ ৬ পুলিশ সদস্য। পরেশ বাবুকে আশঙ্কাজনক অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আহতদের কঙবাজার ও চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসীদের আটক করতে মহেশখালীতে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

No comments

Powered by Blogger.