১৫ দিনে ৩৯টি গরু চুরি, ছয় ডাকাতি
রংপুরের বদরগঞ্জে ১৫ দিনের ব্যবধানে একটি খুন, বিভিন্ন সড়কে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে। কৃষকের বাড়ি থেকে রাতে চুরি হয়েছে ৩৯টি গরু। এ ছাড়া ১১টি মোটরসাইকেল, সাতটি বাইসাইকেল, ২১টি মুঠোফোন লুটের ঘটনা ঘটেছে। হঠাৎ করে আইনশৃঙ্খলার অবনতিতে লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সন্ধ্যার পরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট।অভিযোগ রয়েছে, মাসব্যাপী বদরগঞ্জে পশুমেলা শুরুর পর থেকে উপজেলায় চুরি-ডাকাতি ও ছিনতাই বৃদ্ধি পেয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২৬ ডিসেম্বর উপজেলার আমরুলবাড়ী চটকুপাড়া গ্রামের দিনমজুর আবদুল খালেক (৬২) নিজের বাড়িতে খুন হন। ১৫ দিনে (১৯ ডিসেম্বর-২ জানুয়ারি) উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকারের বাড়ি থেকে তিনটি গাভি, খাগড়াবন্দ গ্রামের মকবুল হোসেন, জামাল সরকার, নাটারামের হাছিনুর রহমান, উত্তরপাড়া গ্রামের জাহিরুল ইসলাম, লোহানীপাড়ার ইউপি সদস্য দুলাল হোসেনসহ বিভিন্নজনের ৩৯টি গরু চুরি হয়েছে।
এই সময়ের মধ্যে রাধানগর সরকারপাড়া গ্রামের মাহমুদুল হাসান ও আবদুল মান্নান, ওসমানপুর গ্রামের দেলোয়ার হোসেন, লালদীঘি পীরপাল কলেজের প্রভাষক জাহাঙ্গীর খান ও বুড়িপুকুর গ্রামের আজিবর রহমানের ঘরের তালা ভেঙে ছয়টি মোটরসাইকেল লুট হয়েছে। বদরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চাপড়ারদোলা, সাহেবগঞ্জ-মধ্যপাড়া সড়কের ঘুনুরঘাট, শেখেরহাট-চেংমারী সড়কের গোবরগাড়ী সেতু ও বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ফাটকেরডাঙা ও মিরাপাড়া নামক স্থানে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তত পাঁচটি মোটরসাইকেল, ১২টি মুঠোফোনসেট লুট ও রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। গত ২৮ ডিসেম্বর বাহাদ্দিপাড়া গ্রামের কৃষক আবদুল কাইয়ুম ও বিষ্ণুপুর শাহপাড়ার শাহাদৎ হোসেনের দুটি পাওয়ার টিলার ও ট্রলি এবং খালিশা হাজীপুর ও দক্ষিণ মমিনপুর থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়।
বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি গত সোমবার উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় অনির্ধারিতভাবে তোলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। তাঁর নিজের গরু চুরির পর থানার ওসিকে সাত-আটজন চোরের নাম দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় তিনি নিজেও উদ্বিগ্ন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তোবারক আলী সরকার বলেন, বর্তমানে মাঠঘাট ফাঁকা হওয়ায় টুকটাক চুরি ও রাস্তায় ছিনতাইয়ের খবর পাওয়া গেলেও থানায় কেউ অভিযোগ দিচ্ছেন না। অপরাধীদের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকার অভিযোগ সঠিক নয়। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান বলেন, এলাকার চিহ্নিত চোর-ডাকাতদের ধরার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
এই সময়ের মধ্যে রাধানগর সরকারপাড়া গ্রামের মাহমুদুল হাসান ও আবদুল মান্নান, ওসমানপুর গ্রামের দেলোয়ার হোসেন, লালদীঘি পীরপাল কলেজের প্রভাষক জাহাঙ্গীর খান ও বুড়িপুকুর গ্রামের আজিবর রহমানের ঘরের তালা ভেঙে ছয়টি মোটরসাইকেল লুট হয়েছে। বদরগঞ্জ-তারাগঞ্জ সড়কের চাপড়ারদোলা, সাহেবগঞ্জ-মধ্যপাড়া সড়কের ঘুনুরঘাট, শেখেরহাট-চেংমারী সড়কের গোবরগাড়ী সেতু ও বদরগঞ্জ-পার্বতীপুর সড়কের ফাটকেরডাঙা ও মিরাপাড়া নামক স্থানে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে অন্তত পাঁচটি মোটরসাইকেল, ১২টি মুঠোফোনসেট লুট ও রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। গত ২৮ ডিসেম্বর বাহাদ্দিপাড়া গ্রামের কৃষক আবদুল কাইয়ুম ও বিষ্ণুপুর শাহপাড়ার শাহাদৎ হোসেনের দুটি পাওয়ার টিলার ও ট্রলি এবং খালিশা হাজীপুর ও দক্ষিণ মমিনপুর থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়।
বদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার বলেন, উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি গত সোমবার উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় অনির্ধারিতভাবে তোলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা। তাঁর নিজের গরু চুরির পর থানার ওসিকে সাত-আটজন চোরের নাম দিয়েছিলেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় তিনি নিজেও উদ্বিগ্ন।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি তোবারক আলী সরকার বলেন, বর্তমানে মাঠঘাট ফাঁকা হওয়ায় টুকটাক চুরি ও রাস্তায় ছিনতাইয়ের খবর পাওয়া গেলেও থানায় কেউ অভিযোগ দিচ্ছেন না। অপরাধীদের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকার অভিযোগ সঠিক নয়। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি মো. মুনিরুজ্জামান বলেন, এলাকার চিহ্নিত চোর-ডাকাতদের ধরার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
No comments