মেরিল স্ট্রিপের হাতে ‘গোল্ডেন বিয়ার’

ফেব্রুয়ারিতে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে সম্মানিত করা হবে চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্র মেরিল স্ট্রিপকে। তার হাতে তুলে দেয়া হবে ‘গোল্ডেন বিয়ার’। এ খবর জানিয়েছে বার্লিন উৎসব কর্তৃপক্ষ। ১৪ই ফেব্রুয়ারি মেরিল স্ট্রিপের হাতে ‘গোল্ডেন বিয়ার’ সম্মাননাটি তুলে দেয়া হবে এবং সেই আসরে ‘দ্য আয়রন লেডি’ ছবিটিও দেখানো হবে। বার্লিন উৎসব কর্তৃপক্ষের প্রধান ডিটার কসলিক উচ্ছ্বাসের সঙ্গেই বলেন, মেরিল স্ট্রিপের মতো নামকরা এবং জনপ্রিয় অভিনেত্রীকে আমরা কাছে পাবো, তাকে পুরস্কৃত করবো। তাই এবারের আয়োজনে আনন্দের মাত্রা একটু বেশি। মেরিল স্ট্রিপ অত্যন্ত মেধাবী অভিনেত্রী। কমেডি থেকে শুরু করে অত্যন্ত সিরিয়াস ধাঁচের ছবিতে তিনি অভিনয় করে তার দক্ষতা প্রমাণ করেছেন। ৪০টিরও বেশি  ছবিতে অভিনয় করেছেন তিনি। মার্কিন এ অভিনেত্রী এখন পর্যন্ত ১৭ বার অস্কার মনোনয়ন পেয়েছেন এবং জিতেছেন দু’বার। ২০১১ সালে ৬২ বছরে পা দিয়ে তিনি অভিনয় করেছেন বছরের বহুল আলোচিত ছবি ‘দ্য আয়রন লেডি’তে। ছবিটি সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবন কাহিনীর ওপর ভিত্তি করে তৈরি। হলিউডের তুখোড় অভিনেত্রী হিসেবে মেরিল স্ট্রিপ নিজেকে পরিচিত করতে সক্ষম হয়েছেন। ১৯৭৯ সালের ‘ক্র্যামার ভার্সাস ক্র্যামার’ তাকে ক্যারিয়ারের প্রথম অস্কার এনে দেয়। এরপর ১৯৮২ সালে ‘সোফিস চয়েস’, ১৯৮৫ সালে ‘আউট অফ আফ্রিকা’, ২০০৪ সালের ‘দ্য মানচুরিয়ান ক্যান্ডিডেট’ এবং ২০০৬ সালের ‘দ্য ডেভিল ওয়্যার্স প্রাদা’ তার উল্লেখযোগ্য ছবি। ক্লিন্ট ইস্টউডের সঙ্গে করা ‘দ্য ব্রিজেস অফ ম্যাডিসন কাউন্টি’ যারা দেখেছেন তাদের চোখের জল ধরে রাখতে অবশ্যই কষ্ট হয়েছিল। ‘দ্য আয়রন লেডি’র আগে ২০০৯ সালে তিনি অভিনয় করেছিলেন ‘জুলি অ্যান্ড জুলিয়া’ ছবিতে। সত্যিকারের কাহিনী অবলম্বনে তৈরি ওই ছবিটি একটি কমেডি ছবি ছিল।

No comments

Powered by Blogger.