ব্যাডমিন্টনে যৌন হয়রানির তদন্ত শুরু

স্পোর্টস রিপোর্টার: এখনও কারণ দর্শানোর নোটিশের জবাব দেননি শাটলাররা। ফেডারেশন কর্মকর্তাদের আশাবাদ- দু-এক দিনের মধ্যেই জবাব আসবে। এদিকে গতকাল শুরু হয়েছে সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক কচির বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখার তদন্ত কাজ শুরু করে দিয়েছে তদন্ত কমিটি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করতে গতকাল বিভিন্ন সংস্থায় চিঠি পাঠানো হয়েছে ফেডারেশনের তরফ থেকে। সব মিলিয়ে এখনও লেজেগোবরে অবস্থা থেকে বেরুতে পারেনি ব্যাডমিন্টন ফেডারেশন। বিভিন্ন দাবির প্রেক্ষিতে ‘বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ’ বয়কট করেন জাতীয় দলের একটি অংশ। যে কারণে ব্যাডমিন্টনের এশিয়ান সংস্থা (বিএসি) আয়োজিত আসরটিতে এক ডজনের বেশি ম্যাচে ওয়াকওভার দিতে হয়েছে স্বাগতিকদের। ১০ই ডিসেম্বর আসরটি শেষে খেলোয়াড়দের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে শাস্তি অবধারিত- হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ফেডারেশন সভাপতি রুবাবা দৌলা। জবাব দেয়ার সময় শেষ হয়েছে গত মাসেই। এ সম্পর্কে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দা মরিয়ম তারেক জানান, ‘এখনও জবাব পাইনি। তবে খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ হয়েছে। দু’এক দিনের মধ্যে তারা জবাব দিচ্ছে।’
বহিষ্কৃত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক কচির বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে এনএসসি পরিচালক হাইয়ুল কাইয়ুমকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা গতকাল প্রথম আলোচনায় বসেছিলেন। সভাশেষে কমিটির প্রধান জানান, ‘আমরা আলোচনার মাধ্যমে কর্মপরিকল্পনা ঠিক করেছি। খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব প্রতিবেদন তৈরি করা হবে।’ নির্বাচন আয়োজন সম্পর্কিত এনএসসি’র চিঠিতে ব্যাডমিন্টন সংগঠকরা নড়েচড়ে বসেছেন। ভোটার তালিকা হালনাগাদ করতে ফেডারেশন অধীনস্থ সংস্থা-ক্লাবগুলোতে গতকাল চিঠি দেয়া হয়েছে। নির্বাচনী তোড়জোড় এখনও শুরু হয়নি। তবে বহিষ্কৃত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল হক কচি নির্বাচনী ময়দানে থাকছেন বলে জানান।

No comments

Powered by Blogger.