ভাগ্যগুণে বেঁচে গেল ব্রাদার্স রহমতগঞ্জ ও ফরাশগঞ্জের ম্যাচও ড্র

স্পোর্টস রিপোর্টার: বিদেশীদের ‘হাট’ বসিযে সাত আফ্রিকান ফুটবলারকে দলে ভিড়ায় গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়ন। মওসুম শুরুর আগে এ সব বিদেশীকে নিয়ে অনেক উচ্চাশাও শোনা গিয়েছিল ম্যানেজর আমের খানের কণ্ঠে। কিন্তু গতকাল ফেডারেশন কাপে দেখা গেল তার বিপরীত চিত্র। চার বিদেশী নিয়েও সেকেন্ড টায়ের দল ওয়ারীর সঙ্গে ভাগ্যগুণে বেঁচে গিয়ে মওসুম শুরু করতে হলো তাদের। ব্রাদার্সকে রুখে দিয়ে ওয়ারী ক্লাব যখন আনন্দ-উৎসবে মত্ত, তখন ব্রাদার্স ইউনিয়নের ভারতীয় কোচ নাঈমুদ্দিন মাঠের পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। ফুটবলাররাও ‘অপরাধীদের’ মতো মাঠ ছাড়লেন। গোলশূন্য ড্র হয়েছে ম্যাচটি। ফেডারেশন কাপের গত আসরের সেমিফাইনালিস্ট ব্রাদার্স ইউনিয়ন ম্যাচে একটি সুযোগও পায়নি। বরং একাধিক গোলের সুযোগ পেয়েও ভাগ্যদোষে গোলবঞ্চিত হয়েছে ওয়ারী। একই দিনে ‘ডি’ গ্রুপের অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল রহমতগঞ্জ এমএফএস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হওয়া এ ম্যাচটিও গোলশূন্য ড্র হয়েছে।
‘ডি’ গ্রুপে গতকাল অনুষ্ঠিত হওয়া দু’টি ম্যাচই ড্র হওয়াতে কোয়ার্টার ফাইনাল খেলার সম্ভাবনা জেগে রইলো চার দলেরই।

No comments

Powered by Blogger.