প্রস্তুতি শেষ কুসিক নির্বাচনের

৫জানুয়ারি কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনের সকল প্রস্ততি শেষ করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচার-প্রচারণাও শেষ হয়ে গেছে। ভোটাররা এখন ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। নির্বাচনের প্রস্তুতি নিয়ে রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন জানান, ২৭টি ওয়ার্ডের ৬৫টি ভোট কেন্দ্রের ৪২১টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকল প্রস্তুতি শেষ পর্যায়। তিনি বলেন, ৬৫টি ভোট কেন্দ্রকে দু’ভাগ করা হয়েছে। ৪৭টি গুরুত্বপূর্ণ ও ১৮টি সাধারণ ভোট কেন্দ্র। নিরাপত্তার জন্য ভোট কেন্দ্রে পুলিশ ও আনসারের সদস্য থাকবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে সিসি টিভি ও ক্যামেরার আওতায় থাকবে। কেন্দ্রীয়ভাবে কুমিল্লা ও ঢাকায় বসে ভোটগ্রহণ মনিটর করা হবে।

No comments

Powered by Blogger.