জিএসপি ফাইন্যান্সের আবেদন ৮ই জানুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার: জিএসপি ফাইন্যান্স কোম্পানি বাংলাদেশ  লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আগামী ৮ই জানুয়ারি থেকে। স্থানীয় অধিবাসীদের কাছ থেকে আগামী ৮ই জানুয়ারি থেকে এর আবেদন গ্রহণ শুরু হয়ে শেষ হবে ১২ই জানুয়ারি এবং প্রবাসীদের জন্য এ সুযোগ থাকবে ওই দিন থেকে আগামী ২১শে জানুয়ারি পর্যন্ত। ১০ টাকা ফেস ভ্যালুর এ কোম্পানির মার্কেট লট ৫০০টি শেয়ারে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে ২ কোটি শেয়ার ছেড়ে বাজার থেকে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। কোম্পানিটির আইপিও পূর্ববর্তী পরিশোধিত মূলধন ছিল ২৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা এবং আইপিও পরবর্তী পরিশোধিত মূলধন দাঁড়াবে ৪৭ কোটি ৬৪ লাখ ৬০ হাজার টাকা। এ ক্ষেত্রে ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের দর ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লটের জন্য বিনিয়োগকারীদের ১২,৫০০ টাকা দিতে হবে। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপক আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এছাড়া কোম্পানিটি সর্বশেষ ৩১শে ডিসেম্বর ২০১০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা এবং
শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভি) ২৫.৬১ টাকা। কোম্পানিটি বাজার থেকে সংগৃহীত অর্থ দিয়ে তারল্য বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ, বিনিয়োগ সক্ষমতা বাড়ানো হবে। জানা যায়, কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসি গত ১লা নভেম্বর এর আইপিও’র অনুমোদন দেয়।

No comments

Powered by Blogger.