পাঠ্যপুস্তক পরিবহন খরচ ৪০০ টাকায় সীমাবদ্ধ না রাখার সুপারিশ

সংসদ রিপোর্টার: প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তক পরিবহন খরচ চার শ’ টাকায় সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। তারা জানিয়েছে, উপজেলা থেকে বিদ্যালয়ের দূরত্ব বিবেচনা করে খরচ দেয়া সবচেয়ে যৌক্তিক। গতকাল সংসদ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। বৈঠকে চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম সম্পর্কে আলোচনা হয়। এ সময় কমিটির সদস্যরা শিক্ষার্থীদের চাহিদানুযায়ী বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। বৈঠকে নারী শিক্ষকদের নিরাপদে শিক্ষাদান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংখ্যানুপাতে শিক্ষক পদায়ন নিশ্চিত করার সুপারিশ দ্রুত বাস্তবায়নের জন্য বলা হয়। এছাড়া, বৈঠকে বিদ্যালয়বিহীন গ্রামে নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন কার্যক্রম দ্রুত করার সুপারিশ করে কমিটি। মমতাজ  বেগমের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. আফছারুল আমীন, মো. আতিউর রহমান আতিক, আফাজ উদ্দিন আহমেদ, আবদুল মান্নান, তালুকদার মো. ইউনুস, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী ও জোবেদা খাতুন বৈঠকে অংশ নেন।

No comments

Powered by Blogger.